পুরাঘটিত বিনাশ কাল
স্কুলে ঢুকে দেখি
ঢুকে পড়েছি মাদ্রাসায়
বাড়ি ফিরে ঘরে ঢুকি
জানালাকে মনে হয় কারাগার
গ্রামভর্তি মানুষগুলো—
মিলিটারি পুলিশ ও ডিজিএফআইয়ের মতো লাগে।
পাখি
তোমাকে দেখাবো পাখিদের সমাবেশ
মানুষের খুব নিকট ও দূরের আকাশ থেকে
পাখিরা মানুষদের কীভাবে দ্যাখে—
এমন ভাবনাবিষয়ক বিষণ্ণ পাখি সেমিনার।
পাখি বিক্রেতা ও পাখিওয়ালার মধ্য পার্থ্যক্যসূচক আলাপে
তোমারও খুব ইচ্ছে করবে পাখি হতে।
পাখি বাজারে কেউ কেউ বাঁশিওয়ালা সেজেও বিক্রি করে রঙবেরঙের পাখি।
সাইবেরিয়ার পাখিগুলো এভাবেই বিক্রি হয় বাজারে বাজারে,
পৃথিবীর মুক্তবাজারের ইতিহাস এভাবেই কার্যকর থাকে।
তারপর আমি বলি, পাখিরাও কি চুল বাঁধে?
সে বলে, পালক তো শুধু ওড়ার জন্য।
—আর যাদের পালক বিক্রি হয়ে গ্যাছে?
সে বললো
সে বললো, আমার কিছু জিব্রাইল দরকার। অথবা জিব্রাইলের মতো পাখা। যা দিয়া উড়ে যাওয়া সম্ভব পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।
আমি অবাক হয়া আছি।
আমি বলি, জিব্রাইল তো মানুষের জন্য না।
তাইলে তুমি কি খোদা হইতে চাও?
সে বলে, খোদা তো মানুষরে ভালোবাসে তাঁর মায়ের থেকেও বেশি।
তাইলে বান্দা যদি খোদা হইতে চায় আর খোদা যদি বান্দা হয়া যায় তাইলে কেমন হবে?
আমি বলি, মানে তুমি কি কইতে চাও?
সে বলে, ধরো, খোদা যেমন মানুষ বানাইলো।
ঠিক তেমনি একটা ঘটনা।
তারপর সে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিব্রাইলের বর্ণনা করে করে আমাকে শোনায়।
পাখি ও অন্যান্য কবিতা
সাকিব শাকিল
সাকিব শাকিল
''তারপর আমি বলি, পাখিরাও কি চুল বাঁধে? সে বলে, পালক তো শুধু ওড়ার জন্য।—আর যাদের পালক বিক্রি হয়ে গ্যাছে?''-- অসাধারণ চিত্রময়। কবির আগামী কবিতার জন্য উন্মুখ রইলাম।
উত্তরমুছুনকবিতা যখন কথা বলে তখন ভাবনার একেকটা দ্বার খুলে যায়। ভালো লাগলো।
উত্তরমুছুন