কুড়িগ্রাম
এই তীব্র শীতে একবার কুড়িগ্রাম যেতে ইচ্ছে করে
এক মায়ের পেটের দুই বৈমাত্রেয় ভাইয়ের সঙ্গে
একদিন, বাজি ধরেছি একদিন পালিয়ে যাবো
তীব্র প্রেমের দেশ— কুড়িগ্রাম।
কুড়িগ্রামের কথা এলে কবি সাম্য রাইয়ানকে মনে
পড়ে। নিশ্চয় তিনি আমাকে বলবেন, ‘কতদিন পরে
এলেন!’ অথচ মাসুদ খানের মতো আমিও কখনও
যাই নাই কুড়িগ্রাম। দূর থেকে কেবল রেডিওর নব
ঘুরিয়ে ঘুরিয়ে শুনেছি সে দেশের যাবতীয় সুনাম।
মধুপুর
মধুপুর আমি যাই নাই কখনো
বহুবার কথা দিয়েও যেতে না পারার দুঃখ আছে অনেক
এবার ভেবে রেখেছি, এবার শীত কমলেই যাবো মধুপুর
শালের বনে মহুয়ার রসে মদ্যপ হয়ে ঘুরব সারাটা দুপুর।
বহুবার এমনকি বহুবার মধুপুর যাওয়ার নাম করে মধুপুর
নিয়ে ভেবেছি। ওখানে এক কবি আছেন। শুভ্র সরকার
আমাকে তিনি বলেছেন, নিয়ে যাবেন মধুপুরের জঙ্গলে।
কিন্তু শীতে আমি কোথাও যাই না। কেননা শীত কেবল
আমার জন্য নিয়ে আসে ধুলো ও অসুখ। তবু—
একবারও মধুপুর না গিয়ে
মনে মনে বহুবার ঘুরেছি শালপাতার জঙ্গলে।
মন্তব্য