তুমিও হেঁটে চলো এই ম্যাজিক শহর নিরঞ্জনা নদীর দিকে।
যখন একাকী, কেউ একা কি
দেয়ালে নাম রাখে লিখে?
এই পথে পতনের ছায়াচিহ্ন চিরে
একদিন আসবে ফিনিক্স!
ডানার ঋণ নিয়ে ঝরে যাওয়া পালক
সামান্য বাতাস পেলে নিজেকেই পাখি ভেবে বসে।
এই জল ছুঁই ছুঁই কদমের ডাল, নিশিজাগা পাখি
দৃষ্টির বিমূর্ত ভাষায় এইতো ভোর হয়, এই ঘোর অসংলগ্ন
চরকির মতো একবার ঘুরে পাষাণ প্রান্তরে মন.....
যুগ যুগ ধরে টিকে থাকা মুখোশের অভিনয় ছেড়ে
আবার উঠবে ছাইয়ের ভেতর থেকে জেগে
পবনের পাশ ফিরে ফিঙ্গের দোলনায় দুলে।
একদিন আসবে ফিনিক্স
শামীম সৈকত ও তাশমিন নুর
শামীম সৈকত ও তাশমিন নুর
মন্তব্য