জাদুবাস্তবতা
শুনেছি ধাতব পাতে বহুদুরের শব্দ শুনা যায়। তাই
রেল লাইনে কান পেতে নেরুদা ও মার্কেজের কথা শুনে যাই।
আর তুমি কিনা
রেল হয়ে---
আমাকে পাগল ভেবেই দ্বিখন্ডিত করে গেলে!
দেখা
পাইনের বন ধরে
হেঁটে যাই টোরেস এর দিকে।
আমি বরফে রেখে যাচ্ছি পায়ের রেখা।
তুমি বরফে রেখে যাচ্ছো পায়ের রেখা।
ফের কোনো বরফের যুগে
ঝড় এসে মুছে দিবে সব দাগ। তাও।
পাইনের বন থেকে টুপটাপ খসে
পড়বে আমাদের ফুসফাস কথা।
চলে যাচ্ছো।
চলে যাচ্ছি-
সব চিহ্ন মুছে যাওয়ার মত করে
আমাদের আর দেখা হবে না!
দুইটি কবিতা
সালিমুল শাহিন
সালিমুল শাহিন
মন্তব্য