এক.
আমি সেই গাছে ওঠা বন্ধুটি তোমার
বিপদে বিপথে হাঁটা ভাঁড়
আমাকে বিশ্বাস কর
চালাক ফাঁপরবাজ আমি সেই স্বার্থপর
চিড়ে ভিজিয়ে কতকথার দিয়েছি কথায়
পাতালে বিছিয়ে উঠে গেছি বাঁচার আশায়
প্রকৃত বাঘের চেয়ে বিরস বাঘারু
অন্য গাছকে মাড়ানো দেবদারু
আমি কুমিরের বাচ্চাপালা মিথের শেয়াল
কুকুরের তাড়া খেয়ে একা টপকানো দেয়াল
সেই চিরচেনা মগডালে পালানো নির্লজ্জ
যত পারো সীমাহীন তিরস্কারে খোঁজ
ঘৃণার দুচোখ দিয়ে সর্বশেষ করুণামায়ায়
তাছাড়া বলতো, আমি আর এমন কী ছাই
মানব জনম কিনা করতে পারও আলোচনা
একটাই অনুরোধ – শুধু বন্ধুত্ব ছাড়িও না
দুই.
গাছে ওঠা বন্ধু
নীচে নেমে এসেছে যখন
অবশেষে
আহত মাটির কাছে
জানতে চেয়েছে
চেয়েছিল
সে-কথা প্রাচীন
ঐ গল্প-ভালুক বহুকাল আগের
আজকাল কানেকানে
উল্টো রথের গান –
'গুপ্তধন দিয়ে গেল বুঝি'
তিন.
আমার সবকটা বন্ধুই – গাছে ওঠা
আমিও নই তার বাইরে একফোঁটা
চার.
এভাবেও রক্ষা পাওয়া যায়
গাছে ওঠা বন্ধুটি জানতো না
নিচের জন দুটোই জানতো
আর নিজেকে বাঁচাতে
সহজটি বেছে নিয়েছিল
পাঁচ.
কথা না-বললেও তোমার নাম লিখে
স্যারের টেবিলে পৌঁছে দিয়েছি গোপনে
মার খাইয়েছি কত যত অকারণে
টিফিনটা খেয়ে সাজিয়ে কলার খোসা
ছিটিয়ে দিয়েছি কালি হাতের লেখায়
লুকিয়ে জ্যামিতি বক্স, জোড়াবেত এনে
কেমন হেসেছি খল পেছন বেঞ্চেতে
খেলায় দিয়েছি ফেলে কত ল্যাং মেরে
আর তুমি কিচ্ছু করনি, কোন ক্লাশে
আমাকে প্রথম হতে না-দেওয়া ছাড়া
গাছে ওঠা বন্ধু
ফুয়াদ হাসান
ফুয়াদ হাসান
অনবদ্য।
উত্তরমুছুনখুব ভালো লাগলো। কবিতায় সরলতা, সহজ ভাষায় গহিন জীবনবোধ খুবই কাঙ্ক্ষিত।
উত্তরমুছুন