ফয়েজ আহমেদ ফয়েজ (১৩ ফেব্রুয়ারি ১৯১১ - ২০ নভেম্বর ১৯৮৪) একজন বামপন্থী চিন্তাধারার বিপ্লবী উর্দু কবি ছিলেন। তিনি সর্ব ভারতীয় প্রগতিশীল লেখক সংঘ প্রতিষ্ঠাতাদের একজন। দুই বার নোবেল মনোনয়ন, ১৯৬২ সালে লেনিন শান্তি পুরস্কার পেয়েছেন। সাম্যবাদী এই কবি সাম্রাজ্যবাদ আর প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে জেল, নির্বাসন বরণ করেছেন। কবি ফয়েজ আহমেদ ফয়েজ সমর্থন জানিয়েছিলেন বাঙালীর মুক্তিযুদ্ধকে। তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। তাঁর লেখা বিখ্যাত কবিতা ‘হাম দেখেঙ্গে’ এর অনুবাদ করেছেন অরূপ ব্যানার্জী।
আমরা দেখবো।
বুকের ভেতর প্রতিজ্ঞা কঠিন
ভাগ্যলিপিতে আছে লেখা
আমরা দেখবো সেই দিন -
জুলুমের পাহাড়সম শোষণ
উড়ে যাবে তুলোর মতন,
শোষিত মানুষের পদভারে
পৃথিবী কাঁপবে থরথর করে।
জালেমী শাসকের মাথায় হানবে
বজ্রাঘাতের কঠিন আঘাত,
খোদার পবিত্র কাবা ঘর থেকে
মিথ্যার মূর্তি যাবে নিপাত।
শোষকের রাজত্ব চূর্ণ করে
রাজমুকুট ফেলবো ছুঁড়ে।
থাকবে শুধু আল্লার নাম
যিনি অদৃশ্য অথচ দৃশ্যমান
যিনি দৃশ্য এবং দর্শকও!
ধ্বনিত হবে পরম সত্য
আমি আর তুমি, আমরা সকলে
খোদার সৃষ্টি রাজত্ব করবে
আমি তুমি মিলে, আমরা সকলে।
হাম দেখেঙ্গে (আমরা দেখবো)
মূল: ফয়েজ আহমেদ ফয়েজ
অনুবাদ: অরূপ ব্যানার্জী
মূল: ফয়েজ আহমেদ ফয়েজ
অনুবাদ: অরূপ ব্যানার্জী
এই কবিতা লিখেছিলেন পাকিস্তানের স্বৈরশাসক জিয়াউল হকের বিরুদ্ধে।
উত্তরমুছুন