গাল ভরা গল্প
গাল ভরে গেছে গল্পে।
গল্পের বাঘের গন্ধ লেগে গেছে অরণ্যের পাতায়।
বনের রাজার অবয়বে খাটের মাথায় ব্যাঘ্র মুন্ডের আয়নায়
ইতিহাসের পাতা উড়ছে।
শাজাহান নামের বহুরূপী ওয়াইন থেকে মাতালের চিৎকার শুনে বাঘটা একটু একটু সরছে বক্স খাটের অতীতের ভেতরে।
গল্পের নানারকম পদের খাবারের খোঁজে প্রিন্সটন থেকে হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য
টেবিল-চেয়ার
বেঞ্চ- ডেস্ক
এমনকি
বাঘমুন্ড সহ অবস্তুগত বক্স খাট
বনাঞ্চলের বাদা বনের রাজার পোষাকে মহানন্দা হয়ে বইতে বইতে চলেছে।
আকারিকুরা
আকরিকুরা
নিজেই
একটি জাপানি উপন্যাস ।
উপন্যাসের নায়ক উনসত্তরের অসহযোগ আন্দোলনে নেমেছেন।
নামা অর্থ ওঠা।
ইংরেজদের আপস্ এন্ড ডাউনের সময়ের
গাড়ি
ন্যাড়া শুষ্ক পাহাড়ের চুড়ায় একলা মাকে রেখে যুবককে নিয়ে নীচে নামছে
আর
ঘুরে ঘুরে তাকায় অবাক পৃথিবীর আয়ুকালের দিকে।
গীর্জায় গীর্জায় দানবাক্স উপচানো
বাংলা সাহিত্যের পাঠক সমাজকে ভবিষ্যতে আলোকিত করবে
এমন একটাই নিয়ন বাতি
গভীর রাতে ঘোড়ায় চড়ে সৌরজগতকে প্রদক্ষিণ করছে।
আকারিকুরা
একজন ঔপন্যাসিক এবং বস্তুত নরক গুলজার।
বিনির্মাণ
বেহুলা
আত্মবিশ্বাস বাড়ানোর ওষুধ খেতে গিয়ে ভুল করে একটা সময়কে খেয়ে ফেলেছে।
কেরালায়
ব্যাক ওয়াটার স্লাইড শো-তে
মঙ্গলকাব্যের নদীটা উধাও-ই হয়ে গেলো আকাশ থেকে !
বামী চণ্ডীদাস এসব বুঝলেও
লম্বা গাছ হয়ে চৈতন্যচরিতকে নদী তটের কান্নাকাটির বালুতে সারাক্ষণই
বিনির্মান করে চলেছে।
গাল ভরা গল্প ও অন্যান্য কবিতা
শর্মিষ্ঠা বিশ্বাস
শর্মিষ্ঠা বিশ্বাস
মন্তব্য