ফুটপাথ ও বেডরুম
লিখছি, শুধুই লিখছি…
সাদা পৃষ্ঠা ভরে উঠছে
লাল-কালো কলমের আঁচড়ে।
ক্লান্তি আসার পূর্বেই
শুষে নিচ্ছে লাল গোলাপ—
যাকে আজ বাড়ি ফেরার
পথে কুড়িয়ে এনেছি।
অগোচরে
পৃথিবীকে খেতে খেতে সিঁড়ি বেয়ে নেমে পড়ি।
স্বপ্ন কিংবা বাস্তবের কোনো অস্তিত্ব খুঁজে পাই না,
উষ্ণ চুম্বন ছুঁয়ে গেলে আমিই সেরা সুখী।
মৃতদের কণ্ঠস্বর কান অবধি পৌঁছায় না,
মহাসত্য চাপা পড়ে থাকে হলুদ ঘাসের মতো।
দুইটি কবিতা
রিফাত মাহমুদ রক্তিম
রিফাত মাহমুদ রক্তিম
চমৎকার কবিতা
উত্তরমুছুন