প্রশাসন
মাননীয় প্রধানমন্ত্রী আসবেন জেনে প্রশাসন তৎপর।
হাই ইস্কুল মাঠ আপাতত হেলিপ্যাড
চলাচল বন্ধ, খেলাধুলা বন্ধ।
রাস্তার পাশে যত ছোটো-বড়ো গাছ
চুনকাম করে ঢেকে দিয়েছে—
গোড়া থেকে আধামানুষ ওপরে।
তাই দেখে সন্তান জানতে চায়,
গাছেদের সাদা প্যান্ট পরিয়েছে কে?
মুখস্থ উত্তর— সরকারি লোকে।
ভাবি পরে একা একা
আসলে কি তাই?
গাছেদের আছে নাকি লজ্জাস্থান?
চুনকালি মাখিয়ে প্রশাসন করছে কি লজ্জার প্র্যাকটিস?
ভয়
অন্ধকার ঘর
ছটফট করে করে রাতেই মরে গেছে সাদা কবুতর
আধাবাটি দানাপানি পড়ে ছিল পাশে।
সঙ্গীর মৃত্যুর নিরুপায় সাক্ষী—
ভয়ে কাঁপে থরথর কালো কবুতর!
সকালে সাদাজন চলে গেল ভাগাড়ে
কালোজন ছাড়া পেয়ে ডানা ঝাপটে উড়াল দিল
ঘর নয়, গাছ নয়, আকাশ নয়—
ভয়ের তাড়া খেয়ে আঁকড়ে ধরল ঠিক ধর্মের গম্বুজ।
দুইটি কবিতা
কাজী শোয়েব শাবাব
কাজী শোয়েব শাবাব
আহা সুন্দর কবিতা
উত্তরমুছুনখুবই সুন্দর হয়েছে কবিতা দু'টি
উত্তরমুছুন