[] []
শিল্পী জীবন;
সুতাের গিঁটে আটকে থাকা সুঁই,
নকশিকাঁথার সীমান্তে আঁকা অসমাপ্ত দিনলিপি!
[] []
ধৈর্য;
আগুন থাকলেই জ্বলতে হবে এমন-তো কথা নেই,
পাথরকে দেখো!
[] []
পকেট;
কোনো পিতার কাছে সাপের গর্ত,
আর;
সন্তানের সাপখেলা দেখার বায়না।
[] []
সেলাই;
ঠোঁট সেলাই করবো না বলেই, সুঁই কিনিনি কোনোদিন,
আমার পোশাকে তাই হাজার ছেঁড়া গান!
[] []
জোছনা;
পূর্নিমাই শেষ কথা নয়!
মেঘলা আকাশ কিন্তু অমাবস্যার নামান্তর!
[] []
মন্দির;
ফাঁকগলে হুড়মুড় ঢুকে পড়ে ঘাতক,
তবুও প্রাচীরের গীত গাই।
[] []
পথ;
পায়ের মাপে জুতাে খুঁজতে-খুঁজতে
হারিয়ে গেছে পথ!
[] []
কর্পোরেট;
আড়ালে ছিপ-সুতায় লুকানো মাছ-বড়শি খেলা!
[] []
উড়াল;
পাখিদের ওড়ালে থাকে ডানার উল্লাস,
আর মানুষের ওড়ায় পাখির চোখে আতঙ্ক।
[] []
সমতা;
দামই কি মূখ্য?
সব ঘড়ির একঘণ্টাই কিন্তু ষাট মিনিটে।
ছেঁড়াকাব্য
বিনয় কর্মকার
বিনয় কর্মকার
মন্তব্য