সকালপাঠ
টাইপরাইটারের খট্ খট্ শব্দে শীত নামছে!
গভীর
মুদ্রিত
হচ্ছে
আর বেশি নয়, প্রকাশিত হবে ভোর
সোনালী রোদে
এলোচুলে
পাঠ করবে ঝিমলি, সকালকে...
শিশিরবিন্দু প্রবাহ
শিশিরবিন্দু প্রবাহের ধ্বনিজালে আটকা পড়েছি গার্ড;
উদ্ধারমন্ত্র জানো? খসে যাওয়া নক্ষত্রের ঢেউয়ের
প্রতিচ্ছবি আজ নিষ্পত্র ঝর্ণার বেগে—ক্রমান্বয়ে
দুয়ারে দাঁড়িয়েছে। বিরল রূপের তুমি সুদূর পল্লবিত
চুড়ান্ত শাখার চন্দনে, চুম্বনে। কবিও তেমনি
লাজুক স্বভাব। ধরলা — শূন্য আকাশের মতো
কবিকে নির্ভার রাখো। পৃথিবীব্যাপি আকাশ-বৃক্ষ
অনন্ত কাল ব্যাপ্ত থাকুক নিরাবরণ শূন্যতায়।
চূড়া
মিছা কথা কইও না, আমার শীত করে।
তীব্র শীত—পকেটে মহাশূন্যের ভার
হেলে পড়ছি; ক’টা দিন
ঘুরে আসবো দার্জিলিং
অথবা প্যারিস। গাছ থেকে গাছে
ছড়িয়েছে আমার মাতাল
হবার শোক! —হেই, সাম্য এবার
চূড়ান্ত হও, লাফ দাও, মরে যাও।
শীতের কবিতা
সাম্য রাইয়ান
সাম্য রাইয়ান
সুন্দর
উত্তরমুছুনঅসাধারণ তিন
উত্তরমুছুনdarun darun
উত্তরমুছুনশেষটা সবচেয়ে ভাল লাগল।
উত্তরমুছুনভালো লাগা।(ফেরদৌস)
উত্তরমুছুনঅ সা ধা র ণ
উত্তরমুছুন