পেরিয়ে যাচ্ছি।
এভাবে একদিন
মধ্যবর্তী সমস্ত দোলাচল ভেঙে ভেঙে
অজস্র নতুন শীতের মুখে
ঝুলিয়ে আসব বিগত সফরনামা...
বশীভূত পানকৌড়ির মাথা বেঁধে
জলের পাশে ফেলে গেছে।
নাভিকূপ নীচে জিহাদ লিখছে এলিজাবেথ।
ঈশ্বরের বাগানের সমস্ত আপেল চুরি গেছে
তাই থেমে গেছে সাহিত্য লেখার কাজ।
এসবের পরেও মানুষ বুঝতে পারছে না
নাম আগে এসেছে না সম্পর্ক...
তুমি ঠাণ্ডা আঙুল ছুঁতে চাও না...
আমার খালি মনে হয়,
শহরের সমস্ত যাজকরা
একদিন একসাথে মরে যাবে।
প্রজাপতির ডানা ছিঁড়ে ছিঁড়ে
জুড়ে নেবো পশমের সুতোয়।
একটা প্রাচীন ঈগল আর তুষারনদী...
তুমি জন্মবেহায়া।
স্থান পালটানোর কথা ভোলো না সুযোগের সাথে শুয়েও।
আরোপ
সম্পিতা সাহা
সম্পিতা সাহা
সম্পিতার কবিতা আগে পড়া হয়নি যদিও। এইখানে এই কবিতাটি পড়তে গিয়ে 'পেরিয়ে যাচ্ছি' কথাটুকু পড়েই মনে হল আমি একটা নদীর সামনে। মাঠ-প্রান্তর এর পর একটা হিম-নদীর সামনে এসে একেও পেরিয়ে যাচ্ছি কোথাও। হ্যাঁ, কবিতাটির শেষ দিকে এসে সেই নদীটি স্পষ্ট হয়, একটি প্রাচীন ঈগল আর তুষার নদী..। ভালো লেগেছে কবিতা। অভিনন্দন কবিকে।
উত্তরমুছুনভালো থাকুন। এই নিবিড় পাঠের পরে মূল্যায়ন ও মতামত আমার প্রাপ্তি। শ্রদ্ধা ও ভালোবাসা।
মুছুন