প্রেমিকার শহরে লাল-নীল বাতি এলে, প্রেমিক মরে যায়।
গণতান্ত্রিক দেশে সরকার পাল্টে গেলে— পাল্টে যায়
সমালোচক
সমর্থক
ত্যাগী
আর নিরব দর্শক।
অগণতান্ত্রিক দেশেও, সমান অবস্থা। ‘খেয়ে ছেড়ে দেওয়ার সংস্কৃতিতে নীতি হলো পাপ!’
মনে রাখো মানুষ। ভাঙাচোরা জীবনে থেকেও ফুটফুটে চাঁদ দেখা যায়
প্রেমিকার হাসি দেখা যায় আর দেওয়ালের নীতি কথা পড়া যায়।
মানুষ মরে গেলে, মানুষের আর দুঃখ থাকে না
তবুও জীবন, লাল-নীল-ফুল-প্রেমে
কালোয় ঘুমিয়ে পড়ে, সকালে কাক উড়ে আকাশে।
মনে রাখো মানুষ
মঈনুল হোসেন ফাহাদ
মঈনুল হোসেন ফাহাদ
মন্তব্য