জলপাই জল
দাদা ও দাদীর স্মরণে
যদি—বা হাওয়ায় আবার
জলপাই, জল ঝরে পড়ে
আঙিনায় কার এই ছায়া?
দাদী না দাদা—চিরবিদায়।
নদী পেরিয়ে গেলে শরীর
ঘুমের ঘোরে কবর থেকে
কে যেন ডাকছে রাতভর!
তোমার চলে যাওয়া পথে
এক যে ছিল রাজার গল্প
জলপাই, জল ঝরে পড়ে
বেলফুল
বেলফুল—তুমি ঝরে পড়
কাজ নেই আর কতদূরে
কার্তিক কি-বা অগ্রহায়ণ।
নেশাতুর ঘ্রাণ তার আগে
ঝরে পড়, তুমি ঝরে পড়;
চালে ঠুক-ঠাক আওয়াজ
ঘুমিয়ে পড়লে যদি তারা
আশ্বিন হাওয়া চিনে যায়,
এক এক রাত: এইভাবে
কতই জেগে থাকা সম্ভব!
কমলযোনি
কমলযোনি, স্প্যানিশ গুহা—
গুপ্তধনের আদিম নেশা!
তারা খুব কাছে পৌঁছে গেছে,
সত্তর সঙ্গী সদ্য তরুণ।
নদী পেরিয়ে জঙ্গল আর
মাথার খুলির 'পরে ছিল—
কিছু ছিল: যা ইতিহাসের
কোন সঙস্কার ঘটায়নি!
জানা, না জানা, দ্বিধায় পড়া
এইসব নিশ্চিত ঘটনা।
কমলযোনি ও অন্যান্য কবিতা
ইহসান মাজ
ইহসান মাজ
মন্তব্য