হংকঙের মেয়েরা
হংকঙে সারারাত ঘুরলাম
কোন মেয়ে নেই
ওরা যায় কোথায়
ওদের কি রাত নেই
বিশাল বিশাল ভবন
আগুনের তৈরি
জানলাদরজাহীন
বিষাক্ত সব মাছি
আইচক্রিম
মেয়ে কোথায়
চোখের কোনে জমে থাকা কালি
ওরা ধোয়
কোথায়
লিলিথ
আমার এই শরীর মাটির তৈরি
হ
হইতে পারে
কিন্তু আমার ভিত্রে
আগুনের অস্তিত্ব রয়েছে
এইটা
এ্যাডামের জন্য মাইনা নেওয়া
ডিফিকাল্ট
গড ওরে সব দিছেন
আগুন দেন নাই
আমার গড নাই
আগুন
আছে
ক্রিম এ্যাশ
সত্যিকার কোন রাত আমার আসেনি
প্রতিটি রাত
কোন না কোন দিনের
ল্যাবোরেটরির
এ্যাশ
এইটা ঈশ্বর কীভাবে মাইনা নিলেন
আকর্ষনীয় এই গ্রহে
সভ্যতা ও স্থিতিশীলতার বিষয়টা গ্রাহ্য না কইরা
'কাক' ও 'মানুষ'
দুইটা প্রতিকৃতি
শিল্পী
আঁকতেছেন একই তুলিতে
এই মুসিবতের শেষ নাই
কেউ তো আমাদের বুঝাইয়া দিলো না
যে
কোনটা গোলাপ
আর
কোনটা
গোলাপের রক্ত
ক্রিম এ্যাশ ও অন্যান্য কবিতা
শিশির আজম
শিশির আজম
চঞ্চল নাঈম : কবিতাগুলো ভালো লাগলো।
উত্তরমুছুন