এক
আমার প্রেম আমার মানবিকতা আমার জেগে থাকার সঞ্চয়। তুমি রুইতন ফুলে জমাচ্ছ আসর। ঝুপ বনে ডুবে যাচ্ছে হাত। ইশারা খুঁজে পাচ্ছে না আমাদের নৈমেত্তিক। তবু নিত্যতায় কিরুপে হেঁটে যাচ্ছে সারল্য।
প্রেমিক আমি তাই আমার প্রেমটাই দ্বান্দ্বিক...
দুই
অ্যাকুরিয়ামে রঙিন মাছটির মতো আমরাও ঘুরে ফিরে জিরো পয়েন্টে আকর্ষণীয় হয়ে উঠতে চাই। তুমি ও হাসো অবহেলায় কালো, আমরা মুখোমুখি মুখোশ পড়ে মান নির্ণয় করি ধ্রুবক। সূর্য কখনো ডোবে না, ভাসে না তোমার আমার দৃশ্যবলয়ে। তবু বর্তমান, অতীত, ভবিষ্যৎ নিয়ে হাজির হয় শীত, গ্রীষ্ম, বর্ষা। নদীটি এই ভেবে হাসতে হাসতে গড়িয়ে পড়ে নদীতেই। আঁচড়ে পড়া ঢেউ গুলো মুলতঃ আমাদের জীবনানন্দ। ছিলাম, থাকবো, আছি জীবন ও মৃত্যুর কাছাকাছি। জীবন অস্বাভাবিক যেখানে মৃত্যুটা স্বাভাবিক।
দ্বান্দ্বিক প্রেম
শামীম সৈকত
শামীম সৈকত
অসাধারণ অসাধারণ অসাধারণ
উত্তরমুছুন