সময়ের ধারাপাত
এই মৃত নভেম্বরে আহ্লাদিত মোরগ
নগর জীবনের দানব
পলিথিনে ঢেকে ময়ূর সেজেছিল!
শোকের এই ক্ষণে-
ঘুমন্ত জোনাকি সোডিয়াম আলোর বুক চিড়ে জেগে ওঠে,
ঠিক এমন সময়-
মিহি রোদের পার্থিব আলোয় পাখিদের মানুষ হতে ইচ্ছে করে!
সম্পর্ক শাস্ত্র
সম্পর্কের সম্বোধন নিন্মগামী জেনে
রেবেকাদি-
তুই পর্যন্তই থেকেছি।
নতমুখে বিড়বিড় করে বলেছিলাম একদিন-
ওভাবে সিঁদুরে রাঙালে আমার গা ছম ছম করে!
“খুব বড় হয়েছিস, না!
কপাল ছুঁয়ে দেখতে পারতিস,
সূর্য ডোবার দূরত্ব কতটা বাকি!”
এবার হেসেছি-
কথোপকথনের জন্যই নাম ধরে ডাকি!
দুইটি কবিতা
মাহফুজুর রহমান লিংকন
মাহফুজুর রহমান লিংকন
ভালো লাগল
উত্তরমুছুনশ্রদ্ধা!
মুছুনচঞ্চল নাঈম : দু’টি কবিতায় ভালো লেগেছে। তবে এই লাইনটা বিশেষ করে হৃদয়ে দাগ টেনে গেলো ‘ওভাবে সিঁদুরে রাঙালে আমার গা ছম ছম করে!’
উত্তরমুছুনশ্রদ্ধা!
উত্তরমুছুনসমালোচনা #
উত্তরমুছুন১। কিছু শব্দ আছে আমাদের অতি ব্যবহারে আবেদন হারিয়েছে। যেমন 'ধারাপাত।'
২। নির্মোহে প্রথম কবিতাটি পড়তে পড়তে সপ্তম লাইনে এসে 'মিহি রোদের পার্থিব আলোয় পাখিদের মানুষ হতে ইচ্ছে করে' তে কি আদৌ পৌঁছানো যায়?
৩। দ্বিতীয় কবিতাটির নামের ভারে কবিতাটি ডুবে যাবার উপক্রম হয়েছে মনে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, শুধু 'সম্পর্ক' অথবা শুধু 'শাস্ত্র' হতে পারতো।