হলুদ
ভোর সাড়ে চারটায় ল্যাম্পপোস্টের পিছে
হলুদ শাড়ি গায়ে দাঁড়িয়েছে কে?
সর্ষে ফুলের ঘ্রাণে ঝিমুনি আসে।
কে?
প্রান্তরের হলুদ বেচতে এসেছে রাতে?
কার ঘায়ে মেখে দেবে হলুদের গুঁড়ো?
এত জৌলুস গোপন রাখবে কী করে রাতের আঁধার?
হাসান আজিজুল হক
প্রিয় পাখি ছিল নাকি বউ কথা কও?
রিংটোনে কেন তার বেজে উঠত— সে পাখির ডাক?
আত্মজা ও একটি করবী গাছ রেখে—
যে মানুষ মিশে গেছে মতিহার চত্বরে
তার কথা মনে হলে
রুকুর কথা মনে পড়ে
অসময়ে ডেকে ওঠে বউ কথা কও।
দুইটি কবিতা
কাজী শোয়েব শাবাব
কাজী শোয়েব শাবাব
এই কবিতা যাপন আমাদের, এ আর একার কাজী শোয়েব শাবাব এর নয় এ কবিতা যেন আমারও। ভালোলাগা, ভালোবাসা।
উত্তরমুছুন