আজ বাঙলা সাহিত্যের সংকটটা কোথায়? ভালো লেখক নেই কিংবা ভালো লেখা নেই? তা নয়। বাঙলা ভাষায় অনেক ভালো কবিতা/গল্প লেখা হচ্ছে। বরং সত্তর/আশি/নব্বই দশকের তুলনায় অনেক বেশি ম্যাচিউর সাহিত্য বাঙলায় সৃষ্টি হচ্ছে। কিন্তু সংকটটা এখন সেই লেখা পাঠকের কাছে পৌঁছানোয়। নব্বই ও তৎপরবর্তী সময়ে প্রকাশ পদ্ধতি এত দ্রুতগতিতে পরিবর্তিত হয়েছে যে লেখক ও পাঠকের মধ্যে পূর্বের যোগসূত্রগুলো হালকা হয়ে গেছে, পুরনো প্র্যাকটিসগুলো অনেকক্ষেত্রেই অকেজো হয়ে গেছে।
এখন সোশাল মিডিয়ায় একটি কবিতা বা গল্প পোস্ট করলে তা হয়তো এক/দেড়শো লোক লাইক দিচ্ছে, উহু-আহা মন্তব্য লিখছে, কিন্তু এগুলো এত সাময়িক যে এভাবে প্রকৃত সাহিত্য কিংবা সাহিত্যিককে প্রকৃত পাঠকের সামনে উপস্থাপন করা সম্ভব না। বরং তা ক্ষণিকের সংসারে পরিণত। এর ফলে প্রকৃতপ্রস্তাবে যা দরকার, তা আসলে হচ্ছে না।
সমকালীন বাঙলা সাহিত্য নিয়ে আলোচনা/সমালোচনা নেই বললেই চলে। সেই পরিবেশও নেই। অধিকাংশ লেখক আজ সমালোচনার সামনে দাঁড়াবার সাহস হারিয়েছেন; আর সমালোচক ব্যক্তিগত সম্পর্ক ও লাভ-লোকসানের কাছে জিম্মি হয়েছেন। এই সবকিছুর বাইরে কিছু লেখক দাঁড়িয়ে আছেন, এঁরাই এই মুহূর্তের পাইওনিয়ার।
আমরা মনে করি, গল্প/কবিতা শুধু প্রকাশ করলেই লিটলম্যাগের দায়িত্ব শেষ হয় না, সেই লেখা নিয়ে আলোচনা-সমালোচনার দরকার আছে। যুগ যুগ ধরে চলে আসা নিরবতার ষড়যন্ত্রের বাইরে দাঁড়িয়ে প্রকৃত সাহিত্য ও সাহিত্যিককে চেনানোর সেই চেষ্টাই করছি আমরা। আমাদের আরো প্রাবন্ধিক দরকার। নানারকম গদ্য লিখতে সক্ষম লেখকের দরকার। নইলে প্রাতিষ্ঠানিক ডামাডোলের বাইরের যে প্রকৃত সাহিত্যচর্চা— তা পাঠকের সামনে যথাযোগ্য উপস্থাপন সম্ভব নয়। ঋতো আহমেদ, চঞ্চল নাঈম, হিম ঋতব্রত সহ আরো অনেকেই নিয়মিত গদ্য লিখছেন। যা সেই প্রচেষ্টার অন্যতম অংশ।
পাঠক, এই প্রচেষ্টার মুখোমুখি হোন।
এবং সমালোচনা করুন—
আপনার মন্তব্য জানতে আমরা উৎসুক!
সংযুক্তি একঃ এ বছরের মধ্যবর্তী সময়ে যখন প্রতি মাসে নতুন সংখ্যা প্রকাশের চিন্তা করেছিলাম তখন ভাবিনি লেখক/পাঠকের এত সাড়া পাবো! প্রতি মাসে গড়ে একশত লেখকের লেখা আমরা পাচ্ছি। এবং গড়ে কুড়ি হাজার পাঠক বিন্দুর প্রতি সংখ্যা পড়ছেন, কেউ কেউ মন্তব্য লিখছেন। এ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। বিন্দুর প্রতি আপনাদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে। সকলকে ধন্যবাদ!
সংযুক্তি দুইঃ প্রতি মাসের পাঁচ তারিখ সংখ্যা প্রকাশের কথা থাকলেও এবার ক'দিন বিলম্ব হলো। আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিন্দুস্বর
ডিসেম্বর ২০২১
ডিসেম্বর ২০২১
মন্তব্য