ভোলাট্যাঙ্ক রোড
প্রেরক: শীত প্রাপক: তারিখ
পাখিরা উড়ছে আর ভোলাট্যাঙ্ক রোডে নুয়ে পড়ছে ক্ষুধার্ত সন্ধ্যা
রাস্তার পাশেই শহর, শহরের মতো বাড়িঘর
ঝুলন্ত ক্যালেন্ডারের তারিখ নাগরিক হয়ে উঠেছে
রাস্তায় নেমে আসা গাছের ছায়া ভুলে গেছে গাছের নাম
তবুও হেঁটে গেলো পৃথিবীর বৃষ্টি ও নগর
ভোলাট্যাঙ্ক রোড পেরিয়ে পাওয়া যায় রেলস্টেশন
বৃষ্টির প্রিয়তম জানলা বিদায় নেয় শীতের শুরুতে
রেলগাড়ির কামরা ধরে এলো তীব্র শীত
শীত ও সন্ধ্যা ঠোঁটে ঝুলিয়ে উড়ে যাচ্ছে পাখিরা
নেইল কাটার
প্রেরক: আমাদের ঘর প্রাপক: আগামী বছর
চায়ে চুমুক রেখে তোমার ঠোঁটে ধোঁয়া ছাড়ে শীতের সকাল। কুয়াশা টপকে
সারাদিন পর আমাদের ঘরে আপ্লুত হয় রোদ। তবু একটা ভারসাম্যহীন
সময়ের দিকেই এগিয়ে যাবে আগামী বছর। ‘উনো বর্ষার দুনো শীত এই
হিসাবেই আমরা অপেক্ষা করতে থাকবো...
সোনালু ফুল রাখবেনা বসন্তের রেশ
কুরিয়ার সিরিজ
তানজিন তামান্না
তানজিন তামান্না
চঞ্চল নাঈম : দু’টি কবিতায় ভালো লেগেছে। তবে ‘তবুও হেঁটে গেলো পৃথিবীর বৃষ্টি ও নগর’ এই লাইনটা বিশেষ ভালো লাগার।
উত্তরমুছুনঅভিনব উপস্থাপন।।
উত্তরমুছুনNice poems
উত্তরমুছুনসুন্দর কবিতা। কুরিয়ার সিরিজ ভালো লাগে।
উত্তরমুছুন