পারদছোঁয়া মন
এক হলুদ বয়ামে জমা হচ্ছে মনযাপনের
প্রণালী
জীবনে হরফ বদলানোর প্রতি মুহূর্তে
মিঠেপাতার আদর লেগে থাকে
প্রকৃতির আওয়াজ ভারী হয়ে আসলে
একটা নরম শীতকাল ক্রমশ মিলিয়ে যায়
গলার ভাঁজে
বদ্ধ সোহাগী আলোয়
বয়ে যাওয়া স্রোতে
শালুক ফুলের মতো উপশিরা ছিন্ন হয়
ক্রমশ নীরবতার পারদ চড়ছে মনের কোণে
ভারী হয়ে আসছে গোধূলির আলো
ব্যস্ততার লিপিকথন
ছায়া আলগা হয়ে আসে
সূর্যের ছেঁড়া সংসারের থেকে
বারান্দায় ছড়ানো
ব্যস্ত দিনের সারমর্ম
ঋতুযাপনের আঁকাবাঁকা পথ
আরো ধসূর হয়ে পড়ে
সম্পর্কের লিরিক ধীরে ধীরে মুছে যাচ্ছে
হাতের শিরা থেকে
দুইটি কবিতা
সায়ন্তনী হোড়
সায়ন্তনী হোড়
মন্তব্য