অঠিকানা
এই বিনীত পথের দু’ধার— সতত মাতাল হাসিতে পটু
যে পথে রয়েছে শান্তি ও নিকেতনের সোনাঝুরি পাতার বিহার
এসেছে পাতার কাঁধে চেপে এক রূপসী বিকেল
শেষঅব্দি তুমিও বিকেল— চিরকাল রোদের সাশ্রয়
শান্ত পথ ধীরে ধীরে চলে গেছে ওপারের গ্রামের ভেতর
হয়তো ওখানে বাস করে কোনো এক চির আপন মানুষ
নরম আলোয় নেমে এসেছে শনিবারের হাট
সেথা ছোট ছোট উন্মুক্ত দোকান ও দোকানদার আছে
কী সব খুঁজিয়া ফেরে বিশ্বের বিবিধ খরিদ্দার
ওগো সোনাঝুরি , পাতার ঠিকানা জানা নেই তবু,—
অবোধ বেলুন
বেলুনের পেটের ভেতর একটি বাতাশ দ্রুত ঢুকে গিয়ে
মারাত্মক হাঁপাতে হাঁপাতে নিরুপায় শুয়ে পড়ে
সাথে সাথে বেলুনও বাতাশের মাপে ফুলেটুলে একাকার
অবোধ বেলুন টানটান ত্বকের মসৃণে হেলেদুলে দোল খায়
একটি অমূল্য ডালিম ক্রমশ ফুলে উঠে বস্তুত নক্ষত্র
গাছের শাখায় ও শাখায় ঝুলে আছে মৌন বেদনায়
সারাক্ষণ বিশুদ্ধ বাতাশ ছিলো এই শ্যাম পৃথিবীতে
তবু একটি বাতাশ বন্দী হলো বেলুনের পেটে
বুকের ভেতর সুদীর্ঘ দিগন্ত আছে, পাখি আছে
পাখির ডানায় বিচূর্ণ বাতাশ পাখিকে উড়িয়ে দিলো
একটি ঘরের ভেতর হারিয়ে গেছে বোবা দেয়ালের পরিচয়
কোথায় রয়েছে পরম বেশ্যার কান্না— আদরের নারী
আমার ফুসফুসের সকল বাতাশ তোমার উদরে ঢুকে গেলো
বেলুন-বেলুন ব’লে রে কেঁদে চলেছে— এইমাত্র একটি ভূমিষ্ঠ শিশু
দুইটি কবিতা
নাভিল মানদার
নাভিল মানদার
চঞ্চল নাঈম : দু’টি কবিতায় দারুণ ভালো কবিতা।
উত্তরমুছুননাভিল মানদারের কবিতা পূর্বাপর পড়ার মতো। নতুনত্ব। চয়িত নতুন শব্দের সমাহার, থিম ও বলার প্রাতিস্বিক ভঙ্গির জন্য তা মুগ্ধপাঠেরে।
উত্তরমুছুনভালো লাগলো। ধন্যবাদ কবিকে।
উত্তরমুছুন