ফুরিয়ে যাচ্ছি কামার্ত মেঘে
বেলোয়ারি দিনে ক্রসলেগে বসে
পাগল ছায়ারা- নির্বাক
নিদ্রা যায় পায়রার খোপে,
কাঁধ খুলে ফেলে অনর্থক
বিছিয়ে পারিতোষকের বিলাস-
সংযোগ তার শমনের পিঠে
মিথ্যা বলেও তাই চিয়ার্স করে
আর রূপবান দিন পীড়িত
শৃগাল খুঁটে খাচ্ছে ছায়ার পথ
ফাঁকি দিয়ে দূরে দূরে,
পথের উপর আয়ুরেখা পড়ে থাকে-
চুরি করে চলে যায় পাপ।
এসব প্রত্ন খেদে আমাদের মুখ
ফেরত আসে- শৃগালের নাভির নিচে,
সারাদিন ভাবের বিদুষীতে টাল হয়ে
আমরা ফুরিয়ে যাচ্ছি কামার্ত মেঘে-
একই ব্লু-ফিল্ম দেখার ক্লান্তিতে।
অঘ্রাণের কোলে ইল্যুশন রেখে
অঘ্রাণের কোলে ইল্যুশন রেখে
দুপুরের ফাঁক দিয়ে কত পাখি
আকাশে থাকে ঝুলে চোয়ালের মত,
পরাশ্রয়ী আমরাও আছি ঝুলে-
একটা আপেলের জন্য একাকী।
একা হয়ে নিয়তির জারে
সমুদ্রের ধ্যান ধরে গোল্ডফিশ-
এখনো যত্ন করে স্মরণে আনে
অলীক দ্বীপে নির্বাসনের সিন।
দ্বীপের রোদখেকো বৃক্ষের
চঞ্চল শাখাগুলার আলাপও আমরা
ভুলে থাকি বিগত সুদিন ভেবে।
যতই এভয়েড করি- জারের গোল্ডফিশ,
পুরান দিন- অবিদিতরা নোঙর করে
বেদনার তলেই অবকাশে যেতে,
টুকে রাখে অঘ্রাণের ইল্যুশন
বেহায়ার মতো পকেটে ভরে।
দুইটি কবিতা
মুসাব্বির আহমেদ হিমেল
মুসাব্বির আহমেদ হিমেল
মন্তব্য