মাঝরাতে শুয়ে শুয়ে
অদ্ভুত বিস্ময়কর ঘড়ির কাটার টিকটিক শব্দ শুনছি
মাঝরাতের সেই মুহূর্তে পুরো পৃথিবী সুন্দর ঝাঁকের আকারে
দৃষ্টি সীমানায় সাঁতার কাটছে
আপনি পুরো ভূগোলক নন
সব কিছু ঘটছে,উজ্জ্বল বুদ্ধের জমি
সমর্পিত বিশ্বাসে জ্বলন্ত
জানি আছি আর চিরকালের জন্য সেটাই সঠিক
যা করতে পেরেছি
(শুনি মহিলাদের কথা বলার অবিরত কন্ঠস্বর
গভীর রাতে কোনো রান্নাঘরে
তেলের কাপড়ের আস্তরণের কাপ কোকো কার্ডের মাপ করতে
তার মধ্যে অদ্ভুত ভেতরগত চোখ)
লিখব এটা
পৃথিবীর যাবতীয় কথামালা
আলো দেখা দিলে সবখানে চলে যান
খোলা ব্রাকেটের বিভাগের মতো
নিজের সহযাত্রীর অন্দরের আকুলতা
গর্জন সহ
সমস্ত মস্তিষ্ক সমস্ত পৃথিবী
ভেতরগত অনুরনন
রাখলাম নিচে,দ্রুত, এক হাজার বিটের শব্দ একটা সেকেন্ডে সংকুচিত সময়
দীর্ঘ হবে দীর্ঘ সোনার চুলের
বিখ্যাত গ্রীক বিকেল
কিছু গ্রীক শহরের যার খ্যাতি অমরত্বের কাছাকাছি
তারা যে অবস্থায়
খুঁজে পেতে হবে আমায়
কাফনের ব্যাগ উড়ছে হাওয়ায়
পতাকার মতো করে
মাঝরাতে ফিরলাম
তাদের মুখ শয়তানের মতো
বিস্মিত, বিরক্ত
সোনার অক্ষরে লেখা হবে হয়তো
লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে
ফিনেগানস নিদ্রাভঙ্গে নীল সময়
[জ্যাক কেরুয়াকের জন্ম ১৯২২ সালের ২২ মার্চ। তাকে বিট জেনারেশনের প্রবক্তাও বলা যায়। এমনকি ‘বিট’ নামটিও তার দেয়া। সারা বিশ্বে কেরুয়াকের খ্যাতি ছড়িয়ে পড়ে মূলত ১৯৫৭ সালে তার বিখ্যাত উপন্যাস ‘On The Road’ প্রকাশের পর।
‘On The Road’ বলা যায় অনেকটা কেরুয়াকের আত্মজীবনী এবং তার রাস্তার বন্ধু নীল ক্যাসিডির আমেরিকান ভ্রমণকাহিনী। এমনকি এখানে বিট সদস্যরাও কাহিনীর বিভিন্ন স্হানে উঠে এসেছে। এছাড়াও ড্রাগ্স, যুদ্ধ, সমকালীন অস্হিরতা ইত্যাদি প্রসঙ্গও স্থান পেয়েছে এ উপন্যাসে। বইটিকে ‘বীট’ জেনারেশনের মুখপত্র বললেও অত্যুক্তি হবে না।
প্রচলিত সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে ‘বিট’ আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে জ্যাক কেরুয়াক ছাড়া আরও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে এক প্রধান পুরুষ অ্যালেন গিন্সবার্গ। বিট জেনারেশ পঞ্চাশ দশকের আমেরিকায় প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষে--- পূর্বাঞ্চলীয় ধর্মবিশ্বাস, অবাধ যৌনাচার ও মাদক গ্রহণকে ব্যক্তিঅধিকার হিসেবে মনে করত।
১৯৬৯ সালের ২১ অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে জ্যাক কেরুয়াক মারা যান।]
গিন্সবার্গের জন্য দিবাস্বপ্ন
জ্যাক কেরুয়াক
বাঙলায়ন: অভিজিৎ বসু
জ্যাক কেরুয়াক
বাঙলায়ন: অভিজিৎ বসু
কেরোয়াক একজন শক্তিশালী লেখক। তাঁর কবিতার অনুবাদ প্রচেষ্টা প্রশংসার দাবী রাখে নিশ্চয়ই। তবে, কিছুটা খটমটে লেগেছে। আর একটু ঘষামাজার প্রয়োজন রয়ে গেছে মনে হচ্ছে।
উত্তরমুছুনঅনুবাদ কাজ আরও চাই
উত্তরমুছুন