সফরসূচি
আজ আর মাঠ সফর নয় কেবল নৌকা বিলাস
জলের ছলাৎ ছলাৎ পাড় ভাঙার শব্দ এবং নিশি-
ডাক। চাঁদোয়া আকাশ নক্ষত্র রাজির অনাবিল
শোভা এবং জোনাকির উপহাস। এই নিয়ে সহস্র
যোজন পাড়ি দেব হাওয়ার অনুকূলে বয়ে যাবে তরি
দিকচিহ্নময়। সুবাস ছড়াবে পথে পথে পুষ্পবৃষ্টি হবে
রাতভর, স্বর্গীয় সুষমায় ভরে উঠবে আমাদের যাত্রাপথ।
অন্তর্লীন
হাওয়ার সিম্ফনি বাজে তুলোবীজ উড়ে যায়
সটান আকাশে, লাট খাওয়া ঘুড়ির মতো এক
সময় ভোকাট্টা হয় নিজেকে লুকায় বড়ো অদৃশ্য
আড়াল।
কোথায় কোন কাশবনে খসে পড়ে লেজ তার,
রোদ্দুরও জানে না কো সঠিক ঠিকানা। আত্ম-
মগ্ন চাঁদ ভুলে যায় বন্ধুতা।
তুলোবীজ উড়ে যায় পরিযায়ী পাখির মতো
নিরুদ্দিষ্ট হয়, হাওয়ার সিম্ফনি তখনও বাজে
রিন রিন ঘুঙুর সদৃশ।
দুইটি কবিতা
দীপঙ্কর সরকার
দীপঙ্কর সরকার
মন্তব্য