আমার বিছানা থেকে
তিনটি পাখি দেখি
একটি টেলিভিশনের তার
যেটা উড়ে চলে
আর বাকি অংশ
তারপর
খুব
টাইপরাইটার
সমাধি পাথরের নিমগ্ন
ইদানিং পাখি সংখ্যায় কমে আসছে
সেটাই দেখি
ভাবি
তুমি জানো সেটাই?
[হেনরি চার্লস বুকোস্কি (১৯২০-১৯৯৪) জার্মান-আমেরিকান লেখক। উপন্যাস, ছোটগল্প লিখলেও আধুনিক আমেরিকান কবি হিসাবেই তিনি সারা বিশ্বে পরিচিত। লস এঞ্জেলেসে বসবাস করা বুকোস্কি’র লেখা একই সঙ্গে যেমন আদৃত, আলোচিত, তেমনি সমালোচিতও। তার লেখা এবং চালচলন উভয়ই ছিলো ভীষণ বিতর্কের। সাহসী রচনা শৈলী, খিস্তি-খেউড়ের ব্যবহার তাকে বরাবর আলোচনায় রেখেছে। ছয়টি উপন্যাস, কয়েকশ গল্প এবং কয়েক হাজার কবিতার জনক বুকোস্কির প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০-এর অধিক। লস এঞ্জেলেসের আন্ডারগ্রাউন্ড নিউজপেপার ওপেন সিটিতে তিনি দীর্ঘদিন ‘নোটস অফ আ ডার্টি ওল্ড ম্যান’ নামে কলাম লিখেছেন। এই ধরণের কলাম লেখার কারণে এফবিআই-এর মতো সংস্থা তার উপর নজদারি জারি রেখেছিলো। জনপ্রিয় এই কবি এলোমেলো জীবযাপন করতেন। এক অর্থে তিনি খুবই সাধারণ হয়ে থাকতেন। ছোট প্রকাশক আর লিটল ম্যাগাজিনই ছিলো তার লেখা প্রকাশের মাধ্যম। আরো জানতে এখানে ক্লিক করুন।]
গণনা আট সংখ্যার
চার্লস বুকোস্কি
বাঙলায়ন: অভিজিৎ বসু
চার্লস বুকোস্কি
বাঙলায়ন: অভিজিৎ বসু
মন্তব্য