এক
চলন্ত গাড়ি থামিয়ে অন্য ধর্মের লোকজনকে খুঁজে খুঁজে প্ল্যাটফর্মে এনে গুলি করে আর তরবারির আঘাতে হত্যা করা হলো। অবশিষ্ট যাত্রীদের মিষ্টি, দুধ আর ফল দিয়ে আপ্যায়ন করা হলো। গাড়ি ছাড়ার আগে আপ্যায়নকারীরা যাত্রীদের উদ্দেশে বলল, ‘ভাই ও বোনেরা, গাড়ি এখানে আসার সংবাদ আমরা অনেক দেরিতে পেয়েছি। তাই আমরা সেভাবে আপনাদের সমাদর, যত্ন ও আপ্যায়ন করতে পারিনি’।
— আপ্যায়ন / সাদাত হোসেন মান্টো
(অনুবাদ: জাফর আলম)
দুই
এবারের আয়োজনে থাকছে আন্তন চেখভের ছয়টি ছোটগল্প। এই ছয়টি গল্প আমাদের সামনে হাজির করবে একজন নিরীক্ষাপ্রবণ আন্তন চেখভকে। বাস্তববাদী সাহিত্য আন্দোলনের কবি জিভোর্গ এমিনের দু’টি কবিতা অনুবাদ করলেন আদিবা নুসরাত। পুনঃপ্রকাশ করা হলো বাঙলাদেশের গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক শহিদুল জহিরের ছোটগল্প: ‘কোথায় পাব তারে’। বরাবরের মতোই কবিতা থাকছে অধিক। যেহেতু কবিতাই মূলপ্রাণ। এবার থাকছে ২১ জন কবির গুচ্ছকবিতা, বিপুল বিশ্বাসের ছোটগল্প, একরাম আলির কবিতা ও কবিতা ভাবনা বিষয়ক প্রবন্ধ, উৎপলকুমার বসুকে নিয়ে প্রবন্ধ এবং অভিজিৎ বসু ও হিম ঋতব্রত’র মুক্তগদ্য। দশকথা বিভাগে কবি ও গদ্যকার নাজমুস সাকিব রহমানের সাক্ষাৎকার এবং ধারাবাহিক বিভাগে জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর অঠারোতম পর্ব ও মাহফুজুর রহমান লিংকনের জার্নাল।
তিন
বিন্দুর পাঠকমাত্রই জানেন, তবু নতুন পাঠকের জন্য আবার বলি, এখানে প্রকাশিত কোনও লেখা প্রথাগত কোনও নিয়ম-সূত্র বা বড়-ছোট লেখক ইত্যাদি অশ্লীল বিবেচনায় বিন্যস্ত নয়। বরং সকল লেখককে সমান্তরালে রেখেই এর সূচি বিন্যস্ত।
বরাবরের মতোই নতুন লিখিয়ে হিসেবে তিনজনের লেখা প্রকাশ করা হলো। পাঠক, খুঁজে নিন।
অভিনব সম্পাদকীয়!
উত্তরমুছুনচলুক তবে সমকাল
উত্তরমুছুন'সাময়িকের মধ্য দিয়েই অতিসাময়িক হয়ে উঠবে যে কবিতা, বোধ আর বুদ্ধির সামগ্রিকতায় গড়ে উঠবে যে কবিতা, ইতিহাসকে সত্তার মধ্যে ধারণ করবার অভিজ্ঞতা থেকে গড়ে উঠবে যে কবিতা, সে কবিতার যোগ্য ভাষা'র অন্বেষণে তারুণ্যের যে উচ্ছ্বাস প্রসৃত হচ্ছে এইসব তাজা কবিতায় তা সত্যি মুগ্ধকর এবং আশা ব্যঞ্জক।
উত্তরমুছুন