কুশল
ভীষ্মদেব সূত্রধরের কবিতা
আচ্ছা তাই হবে তবে
এখনো ভাদ্রের নির্যাস ফুরোয়নি বুক থেকে
যুগ অন্তরের খড় মাদুর পাতা অচল টিউনে
জানালা বাহারে ফিলিপ আলো জ্বলা সন্ধ্যায়
বিল খেকো নির্মললতা ছুঁয়ে দেবে
সাটিনের খোলা বোতাম
ফিরে যাবে সমস্ত ঘাস অহেতুক!
এসো গল্প করি শহরের
যেহেতু ইন্ট্রোভার্ট সকাল পুড়ছে বেকারি'র চুল্লিতে
তাই হবে তবে,
যতিচ্ছেদ।
নদীভাঙা দুপুরে কলের হাঁপানি
একা এবং একাকীত্ব এক নয় বলেই ভিড় থেকে উঠে আসে মাস কাবারের হুল্লোড়-
বসো, কথা কই সান্নিধ্যে
না। থাক তবে...
মন্তব্য