কুরিয়ার সিরিজ
তানজিন তামান্না
পাখির উত্তাপ
প্রেরক: ঋতুবার্তা প্রাপক: বিকেলের ট্রেন
দলে দলে পাখি উড়ে যায় মাঠ পেরিয়ে। ঝাঁকে ঝাঁকে নেমে আসে শীত
এইসব ঋতুবার্তা নিয়ে আসে বিকেলের ট্রেন, ঝাঁক ঝাঁক কুয়াশা
ঝরে পড়ে পাতায় পাতায়, রোদ ছিলো মাটির গভীরে
হাতের তালুতে বয়ে যাচ্ছে পাখির উত্তাপ। নাচের মুদ্রায় ভেসে ওঠে বন্ধুর প্রিয় মুখ
তার সাথে হেঁটে যাবো এই মেঠো কুয়াশায়
বৃষ্টির রাতে
প্রেরক: পদ্মফুল প্রাপক: অনুসূর্যা
ডিঙা বাইতে বাইতে বউটির দু’হাত পদ্মফুল হয়ে যায়
সুন্দলীর বিলে ঝুঁকে আসে বৃষ্টি
বাড়ি ফিরে বউটি দেখে উঠানভরা জল
ভিজে গেছে ঘরের চাল আর বিছানা
বৃষ্টির রাতে পূজার ঘরে কি বলেছিলো অনুসূর্যা?
ডুবে যায় চালকুমড়ার ছোট্ট চারাটি
বিছানার নিচে খাতাটিও ভিজে একাকার
খাতায় আঁকা ছিলো ডিঙা ও একটি পদ্মফুল
অসাধারণ অভিভবময়।
উত্তরমুছুনকবিতা ভালো লাগছে। তবে, প্রেরক/প্রাপক ধারণাটি অতটা না।
উত্তরমুছুন🌿বাহ্. ..
উত্তরমুছুন