প্রচলিত দিনযাপন
শামীম সৈকত
১.
আহা কৈরবী! পতনের মতো পরিবর্তন করো ঋতুর বাকল! প্রতিটি চাঁদ জেনে যাবে তোমার মনের কথা, তুমি যতটা চাঁদ দেখে ঘাসফুল কেঁদেছিলো বলে দু 'হাতে চোখ চেপে ধরে বলতে "শ্যামল "! আমি হলুদ বুঝেছি! এখনো শাহাবাগকে হলুদ দেখি! বিকাশের পাখিটা কোন দাঁতে টাকা পাঠিয়ে দ্যায় এই থাই অ্যালুমিনিয়ামের দোকানে। ট্রাস্ট ব্যাংকে তার জমা নেই কোনও প্রমাণ। তবু চোখে প্রমাণ নিয়ে বলি বাসের ছাঁদ ধরে হেঁটে যায় আমার শহরের কানাগলি!
২.
যাচ্ছে পাখিসব কর্পূর হাওয়া। প্রপঞ্চ ডালে মগ্ন রয়ে গেল চোখ। পাখির ছানা।
পরস্পরের শূণ্যতা পূরণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ভাষা। আমাদের বাড়ি কোথায়?
উপলব্ধি গুলো ইসবগুলের ভুষি। দিনরাত খেয়ে যাচ্ছে নিসঙ্গ শালিক। নিস্তব্ধতা হয় নিস্তব্ধতা।
প্রচলিত ভাষা যদি প্রচলিত হয়। কিভাবে বলবো, তোমায় ভালোবাসি।
সুন্দর কবিতা।
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন