দুইটি কবিতা
মৃন্ময় চক্রবর্তী
তৃতীয় কুরুক্ষেত্রে
আজ পৃথিবীতে যুদ্ধ নেই
মৃত্যু ও মন্বন্তর আছে
আছে রক্তপাতে ফুলে ওঠা সময়ধমনী।
শাসকেরা ক্রমশ ডাইনোসর...
ডাইনোসর দৃশ্যত বিরাট হলেও
তার একটা ইতিহাস আছে
যদিও সে ইতিহাস আমাদের সীমা থেকে দূরে।
খটাসের বনে আগুন ছিল না
খটাসের বনে উত্তরের হাওয়া ঢুকে পড়ল
তারপর নামল একঝাঁক ধূম্র শিশির
রোদ্দুর ভারি পাওয়ারের চশমা পড়ে খুঁজতে চেষ্টা করল কিছু
আর প্রাচীন বায়স উড়ে গেল আটেশ্বরের থানে।
এইসব কিছু ঘটল যখন গোলোক মন্ডল
তার মহাভারত নিয়ে বসেছিল বৈকালি দাওয়ায়
আর গ্রামের বউ বুড়ি মেয়েদের দল ঘাড় গুঁজে
প্রস্তুত করছিল সময়ের বিড়ি।
কিন্তু আগুন ছিল না তখন
শুধু উত্তরের হাওয়া ঢুকে পড়ছিল বনের শিরায়।
মন্তব্য