দোসাইল বডি
অর্ক অপু
❑
নির্দিষ্ট তাপের মাপে
আমরা বন্ধুরা
খোলস ফাটিয়েছি।
কিচিরমিচিরে বড় হয়েছি একসাথে।
নিয়মের খাবারে
ওজন বেড়েছে
আমিষ শরীরে,
বাজারে দোকানে ঠোকাঠুকি আহ্লাদে।
আমার সামনে তোমার গলায় ছুরি
চামড়া মোড়কে থলথল মাংসের ভাঁজ
মানুষেরও নাকি মাংসে বাড়ছে আজ!
❑
বুকে যন্ত্রণা রেখে অনেকেই মাথা নত করে পালিয়ে যায়, কেউ কেউ দড়ির উঁচুতে দেয় মাথা। ঝুলে থেকে দুলতে দুলতে থেমে যায় দেহের সমস্ত ব্যথা। বুকে যন্ত্রণা রেখে কে আছে এমন রোপন করে গাছ, নগর যীশু চাকচিক্যের বাজারে সভ্যতা গেলাচ্ছে আজ।
ওগো যীশু, কে দেয় দণ্ডের দড়িতে খত!
দাসের জীবনে শালা পোড়া কাবাবে সালাদটাই মোহাব্বত।
বাহ, মুগ্ধকর!
উত্তরমুছুন