দুইটি কবিতা
আরণ্যক টিটো
হৃদয়তালীয়
আদিগন্ত সবুজপ্রচ্ছদপটে
নির্ম্মল হাসির ফোয়ারায় ঝুলে থাকা
উদোম আকাশ
বুকে নিয়ে
ঝিরিঝিরি বয়ে চলা
কাশফুলময়
নদীর কিনারে
আপনার সাথে আমার হঠাৎ দেখা
মূলতঃ
হৃদয়তালীয় ব্যাপার,
কাকতালীয় না।
অতএব
এখন আমরা
যে কবিতা অনুধাবন করতে পারি,
তাহা হল—
শরতের বৃষ্টি,
সুন্দর মনের মতন হঠাৎ এসে
আমূল
ভিজিয়ে চলে যায়,
রেখে যায় মর্ম্ম, সৌন্দর্য্যের! পথচলার!!
তিলার্থ সৌন্দর্য্য
নন্দন কাননে
ঘামের শিশিরে ভেজা চিবুকে ফুটেছে
তিলের গরিমা—
স্বাদনপিয়াসিমন হরণে আকুল …
কাজল রাতের আভাময়
উন্মোচনে
আরো কোথায় কোথায় রয়েছে লুকিয়ে
(মুখরিত মন
উচাটন) আবিষ্কারে …
নোটন নোটন বোলে … তালে … জেগে যেতে পারে পাড়া!
টুপ্ টাপ্ শিশির পতনে ভেঙ্গে যেতে পারে
সবুজ শাখায়
নিবিড় ভাষায় ফুটে থাকা ফুলেদের ঘুম …
অতএব
নীরব কথায় তিলাওয়াত হোক তিলার্থ সৌন্দর্য্য!
কথার ফোয়ারা ...
একটুও না ... হিস্স্স্স্স্ …
{‘হৃদয়তালীয় ও তিলার্থ সৌন্দর্য্য ।। আরণ্যক টিটোর কবিতা’ বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক ভাষাদর্শন (কলিম খান-রবি চক্রবর্ত্তী) অনুসৃত বানান রীতিতে লিখিত।}
চমৎকার দু'টি কবিতা পড়লাম প্রিয় আরণ্যকের। শুভেচ্ছা।
উত্তরমুছুনবিন্দুু, ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয়
মুছুনমনোহর
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন