লিটল ম্যাগাজিন লেখককে ধারণ করে— নিয়ন্ত্রণ করে না
বিন্দুস্বর
আমরা সাহিত্যের প্রচলিত নিয়ম-নীতিগুলোকে উল্টে দিতে চাই। যে সকল অনুশাসন, নিয়ম-কানুন সাহিত্যকে নির্দিষ্ট ফর্মে বা শেপে আটকে ফেলতে চায়, সাহিত্যিককে বৃত্তবন্দী করতে চায়, আমরা তার বিরোধীতা করি। এখানে বলে রাখা ভালো, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধী কিংবা সমর্থক নই। ‘আমরা’ এই সর্বনামের আড়ালে মূলত বিন্দুর সকল লেখক-কলাকুশলী অবস্থান করছেন। তাই বলে সব দিক থেকে সবাই একই বিশ্বাসে বিশ্বাসী তা ভাববার কোনো কারণ নেই। বিন্দুর সাথে যুক্ত প্রত্যেক লেখকই স্বাধীন, স্বেচ্ছাচারী; নিজ মর্জির মালিক। সাহিত্য সম্পর্কিত চিন্তায় এঁরা প্রত্যেকে নিজেদের মধ্যে কোনো কোনো ব্যাপারে অভিন্ন চিন্তাসূত্র খুঁজে পেয়েছেন বলেই বিন্দুতে একত্রিত হয়েছেন। আর বিন্দু লেখককে নিয়ন্ত্রণ করে না, ধারণ করে। আমরা মনে করি, এটাই লিটল ম্যাগাজিনের ধর্ম।
দুই
শিল্পের ক্ষেত্রে আমরা বাউল। এবং অবশ্যই কর্পোরেট, ক্ষমতা (power) এর প্রভাবমুক্ত। দুর্বৃত্ত পুঁজির করাল গ্রাস থেকে, সাম্প্রদায়িকতা, মৌলবাদের প্রভাব থেকে মুক্ত। কোনোরূপ চিন্তার দাসত্ব আমরা করি না। আমরা আমাদের মতো। আমাদের সাহিত্য— সে তো আমাদের মতোই, বুক টান টান সাহিত্য।
অনেকে লিটল ম্যাগাজিনের কাঁধে নানারকম— মনের মাধুরী মেশানো এজেন্ডা চাপিয়ে ভারাক্রান্ত করতে চান। এই ফর্মেশনও উল্টে দিতে চাই আমরা। লিটলম্যাগ— সে তো সকল প্রচল-প্রথার বিরূদ্ধে— যা কিছু প্রতিষ্ঠিত-আরোপিত— সেই সকল পদ্ধতি/সংজ্ঞার বেড়ি ভেঙে বেরিয়ে আসতে চায়। কবিতার মতোই সে স্বাধীন ও মুক্ত। প্রাতিষ্ঠানিক চিন্তাপদ্ধতির সম্পূর্ণ বিপরীতে তার অবস্থান।
তিন
এবারের আয়োজনে থাকছে ১৭জন কবির দু’টি করে কবিতা, দুইজন গল্পকারের দুইটি ছোটগল্প, শামশের আনোয়ারের কবিতা বিষয়ক প্রবন্ধ, দশকথা বিভাগে কবি ও চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্য'র সাক্ষাৎকার এবং লিটল ম্যাগাজিন মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর সতেরতম পর্ব। এছাড়া, বর্তমান সংখ্যা থেকে চালু হচ্ছে তিনটি নিয়মিত কলামপ্রবন্ধ। যথাক্রমে চঞ্চল নাঈমের কবিতাজঙশন, মাহফুজুর রহমান লিংকনের জার্নাল এবং হিম ঋতব্রত’র প্রিয় কবিতার আলোচনা। কবি চঞ্চল নাঈম প্রতি মাসে একজন লেখক প্রসঙ্গে আলোচনা লিখবেন, তুলে ধরবেন তার ভাবনা। এ মাসে তিনি লিখেছেন কবি শহীদ কাদরীকে নিয়ে। মাহফুজুর রহমান লিংকন তাঁর জার্নালে তুলে আনবেন সমকালীন সাহিত্য-দর্শন ও একজন কবির যাপনপ্রণালী। হিম ঋতব্রত প্রতি মাসে একটি প্রিয় কবিতা নিয়ে আলোচনা করবেন। এ মাসে তার কলমে উঠে এলো জীবনানন্দ দাশের কবিতা। আশা করি নতুন তিনটি নিয়মিত বিভাগের যুক্ততা পাঠককে নতুন ভাবনাবিশ্বের সন্ধান দিতে সক্ষম হবে।
আর আছে এক বিশেষ সংযোজন, পুনঃপাঠ। কিছুদিন এই বিভাগটি বন্ধ থাকলেও এ মাস থেকে আবার নিয়মিতরূপে চালু হলো। এ মাসে পুনঃপ্রকাশ করা হলো সুবিমল মিশ্রর এন্টিগল্প ‘বাব্বি’।
চার
বিন্দুর পাঠকমাত্রই জানেন, তবু নতুন পাঠকের জন্য আবার বলি, এখানে প্রকাশিত কোনও লেখা প্রথাগত কোনও নিয়ম-সূত্র বা বড়-ছোট লেখক ইত্যাদি অশ্লীল বিবেচনায় বিন্যস্ত নয়। বরং সকল লেখককে সমান্তরালে রেখেই এর সূচি বিন্যস্ত।
বিন্দুকে ভালবাসার এই এক কারন৷ আমি কখনো সাস করে আপনাদের লেখা মেল করিনি৷ কিন্তু খুব শ্রদ্ধা করি৷ লেখককে ধারণ করার শক্তি বিন্দুর আছে৷ বাংলাদেশে এই গাটস আর কোন লিটলম্যাগের আছে কি?
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
ফাটিয়ে দিয়েছেন সাম্যদা… এই দেশে লিটলম্যাগ লেখালিখির জগতে শালার আপনাকে দেখলাম… নাড়িয়ে দিচ্ছেন সবকিছু… স্যালুট
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
দুই বাংলাতেই পত্রিকা মাত্রই একটা গোষ্ঠী তৈরির প্রবণতা লক্ষ করা যায়, হোক সে লিটিল ম্যাগাজিন বা দৈনিক বা অন্য কিছু। লেখকদেরকে নির্দিষ্ট উদ্দেশ্যে লিখতে প্ররোচিত ও বাধ্য করে যা পত্রিকাটির সম্পাদক-গোষ্ঠীর ইচ্ছাধীন। কিন্তু বিন্দু-কে যে কয়েকটি সংখ্যা থেকে পড়ছি বাঁ লক্ষ করছি, মনে হয়েছে অনেকটাই আলাদা। লেখকের নিজের মতো করে লিখার স্বাধীনতা রয়েছে। সবচেয়ে মুগ্ধ হয়েছি এই শ্লোগানে--'লিটল ম্যাগাজিন লেখককে ধারণ করে— নিয়ন্ত্রণ করে না।'
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
আমি প্রথমবার বিন্দু পড়তে এসেই এর সম্পাদকীয় ভাষ্য পড়ে মুগ্ধ হলাম৷ নিয়মিত পাঠক হয়ে গেলাম৷ দিল জিৎ লিয়া ইয়ার
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
প্রকৃত লেখক যেমন চিন্তার দাসত্বমুক্ত আমাদের বিন্দুও তাই।
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
লিটল ম্যাগাজিন লেখককে ধারণ করে— নিয়ন্ত্রণ করে না।
উত্তরমুছুনএমন যারা বলে তাঁদের স্পর্ধা ও সততাকে সম্মান করি। জয় হোক।
বিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷
অবশ্যই
মুছুনবিন্দু পত্রিকায় লিখে খুব আনন্দ পেলাম। বিন্দু এগিয়ে চলুক।
উত্তরমুছুনবিন্দু
মুছুনপাঠ ও মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ পরবর্তী সময়েও আপনার পাঠপ্রতিক্রিয়া (সমালোচনা) প্রত্যাশা করি৷