ঘরভর্তি সমুদ্র
ডানা গুটিয়ে রোদ এসে বসে মাছরাঙার ঢঙে!
প্রেরক: শীতের দুপুর প্রাপক: তোমার ঘুম
শীতের দুপুরে রোদের অপেক্ষা নেমে আসে শীতাতুর চোখে
আমাদের শান্ত উঠানও উদ্বেগে অস্থির কখন নামবে রোদ
অস্থির হয়ে ওঠে তোমার পায়ে অসংখ্য হাঁটার শব্দ
যারা এই বিষণ্ন দুপুরে হেঁটে যায় মধ্যবিকেলের দিকে
দীর্ঘ অপেক্ষা নিয়ে তারা কান পেতে থাকে তোমার দীর্ঘ দুটি পায়ে
শীতের দুপুরে ঘুম ভেঙে খুঁজছি— সমুদ্দুর
যদিও চলে গেছে ঢেউয়ে ঢেউ ! ঘরে রাখা ঝিনুকই সমুদ্দুরের গান !
গানের কপালে শুনেছি ঝিনুকের কন্ঠ
ঘরভর্তি সমুদ্রে ভেসে যাচ্ছে শীতের দুপুর
সোনালু মেঘ
প্রেরক: ঝড়ের অ্যালার্ম প্রাপক: পুরানো ছাদ
ঝড়ের নিমন্ত্রণে পাখিরা মরে গেলে
তুমি হাঁটতে থাকো অ্যালকোহলিক রাস্তায়
পা মিলিয়ে বৃষ্টি আসে ঝেঁপে।
পুরানো ছাদে ঝুলে আছে মেঘ
ছাদের কিনারে বছর বছর সময়
তারিখ ফেটে জন্ম নেয়া সময়গুলো বৃদ্ধ হলো
পুরানো ছাদের উপর দিয়ে উড়ে যায় শালিক
লাটাই ভাসিয়ে দিলো ঘুড়ি আর গাছের স্বপ্ন ওড়ে শালিকের ডানায়।
ক্যালেন্ডারের তারিখগুলো প্রবেশ করেনা ঘরে
পুরানো ছাদের কিনারে ফিরে আসে বছর
মাধবীলতার ঝোঁপে বেজে উঠলো ঝড়ের অ্যালার্ম
চলো ফেরা যাক টিংকু লেনের মেলায়
ঝড়ের নিমন্ত্রণে পাখিরা মরে যায়??
উত্তরমুছুনবাহ্ কী সুন্দর পংক্তি
কুরিয়ার সিরিজ মোট কতটি কবিতা নিয়ে? অনেকদিন থেকে পড়ছি তাই কৌতুহল৷ সিরিজটা ভালো
উত্তরমুছুন''তারিখ ফেটে জন্ম নেয়া সময়গুলো বৃদ্ধ হলো /পুরানো ছাদের উপর দিয়ে উড়ে যায় শালিক''-- মগজছোঁয়া অনুভুতিগুলো হৃদয়ে বাসা বাঁধে। দারুন। কবিকে শ্রদ্ধা।
উত্তরমুছুন