এক
দরজা ভীষণ সেকেলে, জীর্ণ। ঘরে ফেরে নি মানুষ আজও।
তোমার জন্য বোধের পায়রা, পসরা খোলে মনের ভাঁজও।
এদিক থেকে রঙ করা চোখ, তোমার দিকে মেলছে পাতা,
রঙ্গিন নেশায় টলছে দৃশ্য, দৃশ্য গুলো দুর্ঘটনায় আঁকছে যা তা।
দুই
আদিকাল থেকে মানুষ বড় হওয়ার আশা নিয়ে দিগন্ত পাড়ি দিতে চায়। হয়তো সবাই চুপচাপ একটা লাশ কাঁধে নিয়ে বাঁচে। মাথায় বয়ে বেড়ায় ঈশ্বরের মুকুট। দূরে সরে গিয়ে আরো একটা তারা কিংবা বুঁদ হয়ে থাকা ঘ্রাণে আর স্পর্শে।
আমি আর আমার মতো সংঘাত নিয়েই তো ঈশ্বরের বেঁচে থাকা।
আমি আর আমার মতো সংঘাত নিয়েই তো ঈশ্বরের বেঁচে থাকা।
উত্তরমুছুনশামিম খুবই ভালো লিখেছ - দার্শনিক কাব্য।