চড়ুই পাখির বিভ্রমের পাশে
চড়ুই পাখি আর পিঁপড়া একসাথে খানা খায়
দেখি আর ভাবি
আমি গেলে ওরা পালায়া যায় কেনে
❑
ছোট ছোট নখ আমার
তবুও তোমাকে ভাবি
দেখলাম, বিকেলে
তুমি একটা চড়ুই পাখির মা
গোস্বা করে আছো
❑
একটা বোবা কুমোরের বানানো কলস
নদীতে ভেসে এল
❑
জঙ্গল তোমার ভিতরে
একা একা গান
জঙ্গলে একা একা অন্ধ
হারমোনিয়াম
❑
ফুল-ফুল নেইল কাটার হাতে তুমি
তুমি নখ কাটবা একদিন, তারপর
শুকাতে দেয়া জামা শুকাইছে কিনা দেখতে গিয়ে
চড়ুই পাখির বিভ্রমের পাশে একলা হয়ে পড়বা খুব
তারপর থেকে তুমি সমুদ্র শুনতে পাবা
খালি মগের ভিতর আর একটা বাচ্চা বিয়াবা
গুইসাপের, আর সকল মা'দের মতোই—;
মা মা ডাকবে বলে
❑
অডিও-ভিজুয়ালি তুমি একলা হয়ে যাবে
কাটা মাছের পাশে অথবা বটি, মরচে ধরা
ঘরের কোণার তৈজসের মধ্যে যতোটা বিরল
সন্ধ্যাবেলা
জঙ্গল তোমার ভিতরে
উত্তরমুছুনএকা একা গান
জঙ্গলে একা একা অন্ধ
হারমোনিয়াম