উল্টো
আমি পাখি হতে চাই
তুমি শামুক অথবা ব্যাঙ।
ডানা মেলি—
উড়ে-উড়ে
ঘুরে-ঘুরে
আনন্দ জাগাই।
তুমি খোলসে লুকাও
বিভেদ রেখা দীর্ঘায়ু পায়।
আমি পাখি হতে চাই
তুমি শামুক অথবা ব্যাঙ।
কত বার বলি—
তুমি পাখি হও, পাখি হও
উড়ে যাই সমান্তরাল।
কত বার বলি—
তুমি চুম্বক হও
আকর্ষন কর
আমার সকল লৌহ।
ফসল ফলানোর কিছু শব্দ
গহ্বরে অসংখ্য নৃশংসতা,
অকস্মাৎ পড়েছি সেই গর্তে।
অভ্যস্ত সৃষ্টির অনভ্যস্ত বিন্যাসে, স্বতঃস্ফূর্ত
অমোঘ কত পংক্তি-চিত্রের প্রকাশ
তথাপি সবার রেটিনার এড়িয়ে
অসম্ভবের ছায়াদৃশ্যে লুকায় সেসব।
গতিময় টানা-পোড়েনেও করি সন্ধান
ফসল ফলানোর কিছু শব্দ!
'উল্টো' কবিতাটি ভালো লেগেছে।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন