ধান দেবতা
বুকে ও চোখে পোতা আছে যার ধান সমগ্র
কাছ থেকে গভীর শুনেছে যে চারাদের কথা
গর্ভবতী পাতাদের গান— কচি কোমল শিষেদের ঘ্রাণ।
যিনি ধ্যানে-জ্ঞানে কেবলই ধানের নামতা পড়েন
যার নিড়ানি সংগীত— দেহে দেহে আনে প্রাণ
আমাদের উদরে যে আঁকে জীবনের আলপনা
সে-ই ঈশ্বর! সে-ই পোষক—
তারে পায়ে পিষে; কোন পূণ্য করলে তোমরা—
হে পরজীবী সকল!
মহাজনের ব্লাডব্যাংক
সামনে হলুদ ভুঁই— এপাশে পুকুর
ধার ঘেঁষে মাচায় ফুটে আছে পটল ফুল
ওপাশে ধান ক্ষেত— একটা কাকতাড়ুয়া
বর্গাচাষির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে...
আর ফসলের গায়ে লেগে থাকা বর্গাচাষির নিষ্পাপ ঘাম ও রক্ত
জমা হয় মহাজনের ব্লাডব্যাংকে...
চমৎকার সবগুলোই। কিছু বাকি রইল। সময় করে পড়বো। এর আগেও কিছু কিছু পড়েছি।
উত্তরমুছুনভালোবাসা।
মুছুনলেখার হাত আছে৷ শুভকামনা
উত্তরমুছুনধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মুছুনভালো লাগলো কবিতা
উত্তরমুছুনশ্রদ্ধা ও ভালোবাসা দাদা।
মুছুনচমৎকার কবিতা
উত্তরমুছুনধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
মুছুনদারুণ কবিতা
উত্তরমুছুনধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
মুছুনদারুণ
উত্তরমুছুনকৃষকরাই আমাদের শেকড়
উত্তরমুছুন
উত্তরমুছুনআর ফসলের গায়ে লেগে থাকা বর্গাচাষির নিষ্পাপ ঘাম ও রক্ত
জমা হয় মহাজনের ব্লাডব্যাংকে