রচিত প্রণয়
ইদানিং খুবই হিসাববিহীন পা ফেলি, যেমন
কাঁটাবন যেতে চারপাশে জড়ো হওয়া শূন্যতা দেখি
ভিন্ন ভাবে আমি চঞ্চল সরল যন্ত্রণা নির্ভর
তাই হিসাব যেনবা গড়মিলে ভরে
এতোদিন মধ্যাকর্ষণের যে চাপে সরল হিসাব অনুযায়ী
পরবর্তী পা ফেলার দরকষাকষি, তা থেকে কেবল
আজ নানারূপ ভুল বোঝাবুঝি বাড়ে
ইদানিং বিভিন্ন সময়ে প্রকৃতির সক্রিয়তা মধ্যে
তবু তোমাকেই খুঁজি
আর এলায়িত পথে নিরিবিলি হাঁটি
পূর্ব প্রণালী নামক শূন্যের গ্রন্থেয়
তোমার প্রথম প্রণয় রচিত করি।
মীনফাঁদ
মীনপত্র নিয়ে ফাঁদে পড়ি
খুব পরিচিত সমস্ত মুহূর্ত
চট করে যেন চা-বিস্কুট ভেবে খাই
অল্পবিস্তর আহত তোমারও ক্ষণকাল
দক্ষিণে কাতর, সামান্য হাওয়ায় ইচ্ছা কোলাহল
সুতো টানে কবিতার কিছু জটিলতা
ধীরে বুকে জমে কথার ব্যবসাবার্তা
বুড়ো অন্ধকারে গুটিকয় পিঁপড়ে অনুভবে ওঠে
শূন্যতার বিস্তার ঝাঁঝরি থেকে চতুর্দিক ঝরে মৌন প্রেম
সবিস্তারে কিছু দ্যাখে তর্কের গোসাপ
কিছুটা তোমার কাছে উপস্থিত গ্রীষ্মের চতুর সতর্কতা
অক্টোবরে প্রেম ভেবে কাছাকাছি টানি
প্রাকৃতিক শরীরীর মীন ফাঁদে ফেব্রুয়ারি পড়ে
আর অনায়াসে নিয়মিত সম্পর্কের মেলামেশা বুঝি।
পড়লাম ভালো লেগেছে।
উত্তরমুছুনখুব ভাল লাগল। অন্যধরনের কবিতা।
উত্তরমুছুন