ব্যর্থ কবি জন্ম
তারপর আকাশ দিগন্তে উড়ে গেলে দুঃখের সব খড়কুটো,
ব্যর্থ কবিজন্ম জেগে ওঠে
ভোরের বকুল, রজনী গন্ধা বাতাসে;
বিবর্ণ পাণ্ডুলিপির পাতায় পাতায়
উঠে আসে কলকল ঢেউ তোলা
পায়ে ঘুঙুর বাঁধা একটা নদী,
আর রাতপরীরা নীরবে শুনিয়ে যায় ভালবাসার গান;
ব্যর্থ কবি জন্ম আবার জেগে ওঠে নতুন স্বপ্ন বুনে।
পলিমাটির শরীর
অশ্রু অভিমান মুছে আমাকে যে দেবে
দু'দন্ড ভালবাসার নিবিড় আশ্রয়-
ছায়া
চৈত্র বাউল আমি তার কাছে নীরবে
ফিরে যেতে পারি দ্বিধাহীন;
সে যদি আমাকে দেয় খুলে সংগোপনে
পলিমাটির শরীর
আমি তবে তাকে
শোনাতে পারি একতারায়
ভালবাসার ঝুমুর গান।
মন্তব্য