ঠোঁট
এক চুমুক দাঁড়ান।
চা হলে
সিগারেট প্লিজ!
লিকারে মানসিক রোগ।
ঘুমিয়ে পড়েছে ঠোঁট।
অনেক কিছু বলার ছিলো।
ঠোঁটকে ক্যানো যে দু 'ভাগে ভাগ করা হলো?
প্রতিহত আক্ষেপ
শুধু উড়ে যাও!
দুর-দুরান্তে একা একা অথবা সঙ্গে তোমার কেউ
পা বাঁধা থাকুক, জমে থাকুক ঢেউ।
বাষ্পে থাকুক শ্রমিকের ঘাম।
এই রাষ্ট্র। তোমার কেউ না
বুঝে নাও সবুজ গ্রাম।
আমি ও আমার ছেলে প্রতিদিন স্মৃতি নিয়ে ঘুমিয়ে যাই
কিছু পাই বা না পাই দিনশেষে তলানিতে শুধু স্মৃতি জমাই।
মন্তব্য