লোলুপের লেখা
(ক)
এই অবিরল মহরমে রীতি হলো বউলের রং।বিল উপচে ভেসে গেল জনপদ যখন
কয়েকটি দিগন্তের গাছ ভেঙে পড়ার মতন শ্রাবণের ভেজাকে পররাষ্ট্র মনে হয়
অবিরল মহরমে বুঝিনি কিশোর হেঁটে যাওয়ার মধ্যে একটা মৃত দুধরাজ থাকে।
অবিরল মহরমে দ্রংষ্ট্রালিখ ফুটে ওঠে মাজারের গায়
তার ঝিল্লি ভেদ করি
পাখির প্রথায়...
(খ)
সম্মিলিত জনতা দাঁড়িয়ে রয়েছে পরমন্তপে।নির্ভর করে আছে অথচ গর্ভাধান থেকে বের হতে পারছে না শ্রমণ।
অনেক অনেক দূরে তখন শিয়াল পিটিয়ে মারা হচ্ছে।
এত অনিবার্য সরলতা যে বুঝতে পারি না কে আরও বেশি প্রত্যক্ষ আরোপ।
ঠিক তুমি এই সব পলায়মানের পিরামিডে
মানচিত্রকে রাক্ষস এঁকেছো
তারপর ছায়া মেপেছিলে। শ্রেণিসন্ধিৎসায়
জানো যোনি রিক্ত পুষ্প চর্বি নৌকো আর সম্মিলিত
জনতা সহায়
চমৎকার লেখা। অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুন