সাধুর শক্তি সততায়, কবির শক্তি কবিতায়৷
আরাধনার মতো সেই শক্তির বিকাশ ঘটাতে হয়৷ লেখাই লেখকের প্রধানতম একটিভিজম৷ লেখকজীবনের প্রধান কথা৷ আর সেই লেখাই আমাদের প্রধান আরাধ্য৷
দুই
বিন্দুর অনলাইন সংস্করণের শুরু থেকে মাঝেমধ্যে বিশেষ সংখ্যা ব্যাতিত ১/২ দিন পর পরই লেখা প্রকাশিত হচ্ছিলো৷ কিন্তু কিছু সমস্যা নোটিশ করা গেল এই দুই-তিন বছরে৷ সমস্যা লেখক-পাঠক উভয় পক্ষ থেকেই৷ তাই মাসে একটি সংখ্যা প্রকাশের ‘কনসেপ্ট’ এর সাথেই একীভূত হওয়া৷ আমরা প্রতি মাসে প্রকাশের ঘোষণা দেবার পর একটি বিষয় আলোচনায় এসেছে, লিটল ম্যাগাজিন প্রতি মাসে প্রকাশিত হতে পারে কী না! ব্যাপারখানা এমন যে, নিয়মিত প্রকাশিত হলে তা লিটল ম্যাগাজিন নয়৷ আমরা এই সকল পশ্চাৎপদ চিন্তাধারাকে হটিয়ে প্রতি মাসে প্রকাশের চেষ্টা আরম্ভ করলাম৷ দেখা যাক, কতোটা পারা যায়…
তিন
আমরা প্রধানত লেখকদের কাছে লেখা চেয়ে নিই৷ এর বাইরে যারা পাঠিয়ে দেন, তাদের থেকেও বাছাই করি৷ যেমন এবার যারা পাঠিয়েছেন তাদের মধ্যে তিনজন কবির কবিতা আমরা নির্বাচন করেছি৷
এবারের আয়োজনে থাকছে বারোজন কবির দু'টি করে কবিতা, দুইজন গল্পকারের দুইটি ছোটগল্প, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ সাক্ষাৎকার এবং প্রতীকবাদী কবিতা আন্দোলনকে প্রভাবকারী একজন গুরুত্বপূর্ণ কবি পল ভেরলেনের একগুচ্ছ কবিতার অনুবাদ এবং লিটল ম্যাগাজিন মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জিললুর রহমানের ধারাবাহিক আত্মজীবনীর ষোলতম পর্ব৷
এ সংখ্যার প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত৷ আমরা সকলের প্রতি কৃতজ্ঞ৷
সম্পাদকীয় ভাল লাগছে। সাম্যদা ইউ রক্স।
উত্তরমুছুনপ্রথম বাক্যটি হৃদয়ে গেঁথে গেল৷ কোনদিন ভুলব না
উত্তরমুছুনযে ব্লগজিনের সম্পাদকীয় এত অসাধারণ , সেই ব্লগজিনের গুণগতমান নিয়ে সন্দেহর কোনো অবকাশই থাকে না।
উত্তরমুছুনI LOVE YOU SAMMO, MY SWEET HEART MELT FOR YOU
উত্তরমুছুন