বিচ্ছিন্ন তরঙ্গ,
আকর্ষণ ও বিকর্ষণ ফাঁদে ~ নিরন্তর পাল্টে যাচ্ছে অনন্তের খোলস
ঝাঁকে ঝাঁকে মরে মরে জন্ম নিচ্ছে ~ অন্য সত্ত্বা ~ ভিন্ন ভূগোল
সোনালী বোধি পল্লব ~ বইছে গৌতম তরঙ্গ ~ প্রখর শূন্যতায়
সবুজ ধূমকেতু লেজ নাড়ছে ~ স্বপ্ন মোহনায়
লুপ্ত জ্যোতিষ্কমাদকতায় ~ ঝিরি ঝিরি শীতল মৃত্যুর ~ আলিঙ্গন
পাক খাওয়া মৃত সুর ~ ঘুরে ঘুরে ঝরে যায়
বিদীর্ণ তরঙ্গ,
অন্তর্নিহিত প্রতিসাম্য ~ ভেঙে গেলে
মাধ্যাকর্ষণ গুটিয়ে নেয় ~ উড়ন্ত ডানা
ওজনহীন ভুবন ~ শূন্যতার মূর্ছনা
পুনরাবৃত্তির ঢেউ ~ ঠেলে দেয়, প্রখর বিচ্ছিন্নতায়
বায়ুমণ্ডল ভেদ করে উড়ে যায় ~ পাখি
অনন্তের আড়ালে পড়ে থাকে ~ হিম ফসিল
স্মৃতিভ্রংশের অরণ্যে ~ কে ~ কাকে ~ খুঁজছি
অসাধারণ লেখা
উত্তরমুছুন❤️
মুছুন❤️
মুছুনবৈচিত্র্য আছে কবিতায়৷ আগেও বিন্দুতে পড়ছিলাম এই কবির লেখা৷
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও নিরন্তর শুভ কামনা, ❤️
মুছুনতরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, মহাবিশ্বের রহস্যঘন সফরে যে কবি হারাতে জানে চিরভ্রাম্যমান সেই পথিককে ভালোবাসা নিরন্তর।... সব্যসাচী হাজরা
উত্তরমুছুনঅফুরন্ত ভালোবাসা ও নিরন্তর শুভ কামনা, ♥️
মুছুনবাদল বা বৃষ্টির মতই রিমঝিমিয়ে ঝরে পড়ে বাদল ধারার কবিতার শব্দ, অনুভুতি, ব্যঞ্জনা...
উত্তরমুছুন