জলজ খবর
বুকভরা বাওড়ের ধারে খোলা বাতাশের ফুরফুরে বিচরণ
বাওড় ও বাতাশ খুঁজেছে একে অপরের ভেতর আশ্রয়
জেলে পাড়ায় উড়েছে জেলেনীর বুক, বুকের ভেতর বুকভরা জল
আড়ার উঠোনে ঝুলে আছে ভেজা জাল ও জালের শ্রম
কুঞ্চির বেড়ার সাথে আলাপ জুড়েছে পাতাপ্রিয় তেলাকচু ফুল
বিধুর জেলেনী, শোনো এ মনের কথা— শোনো ঐ ফুলের কথা
এমন জলজ বুকে খেপলা জালের শব্দ বড়ো ভালো লাগে
ভালো লাগে দক্ষ সাঁতারু মাছের ধরা পড়ার কায়দা
জেলে পাড়ার জেলেনী, বারান্দায় বসে বসে একমনে জাল বোনে
বাওড় ও বাতাশ আসন্ন নতুন জালের আগমনে রে ভীষণ আত্মহারা
সার্কাস প্লে
রে টানটান দড়ির পাকানো চিকোন— দিয়েছে হাঁটার নিমন্ত্রণ
হাঁটার অনেক সাধ ছিলো শূন্যে ভেসে থাকা দড়ির ভুবনে
পায়ের তলায় বিবিধ রেখার সাথে দড়ি ও পায়ের প্রীতি আছে
মন দিয়ে বলি শোনো— উড়েছে ফিঙেরাজও ডানার কৃপায়
ডুবে যাওয়া হয়তো আরামের যেমন ডুবেছে পথ পায়ের ভেতর
এইমাত্র বেহালার তারে হেঁটে গেলো সব সূর্যাস্তের আলো
পাকাল মাছেরা নির্জন বিলের জলে ঢেলে দিয়েছে সাঁতার
মাছরাঙা ঠোঁট জীবিকা ক্রীড়ায় ঠোঁটের ভেতর নতজানু হলো
একদিন মাছ ও মাছরাঙার দ্বন্দ্ব বিক্রি হবে তুমুল টিকিট কাউন্টারে
ক্রীড়ারত পা হেঁটেছে অনাবিল ফোটা ফোটা দড়ির চিকোনে
অনবদ্য দুটি লেখা
উত্তরমুছুনবিধুর জেলেনী, শোনো এ মনের কথা— শোনো ঐ ফুলের কথা
উত্তরমুছুনএমন জলজ বুকে খেপলা জালের শব্দ বড়ো ভালো লাগে
ভালো লাগে দক্ষ সাঁতারু মাছের ধরা পড়ার কায়দা
বিধুর জেলেনী, শোনো এ মনের কথা— শোনো ঐ ফুলের কথা
উত্তরমুছুনএমন জলজ বুকে খেপলা জালের শব্দ বড়ো ভালো লাগে
ভালো লাগে দক্ষ সাঁতারু মাছের ধরা পড়ার কায়দা
আহা নাভিল মানদার
উত্তরমুছুনবিধুর জেলেনী, শোনো এ মনের কথা— শোনো ঐ ফুলের কথা
উত্তরমুছুনএমন জলজ বুকে খেপলা জালের শব্দ বড়ো ভালো লাগে
ভালো লাগে দক্ষ সাঁতারু মাছের ধরা পড়ার কায়দা
বিধুর জেলেনী, শোনো এ মনের কথা— শোনো ঐ ফুলের কথা
উত্তরমুছুনএমন জলজ বুকে খেপলা জালের শব্দ বড়ো ভালো লাগে
ভালো লাগে দক্ষ সাঁতারু মাছের ধরা পড়ার কায়দা