মাতৃরঙ এক
মা তেলাপিয়া মাছটি পোনাদের সুরক্ষায়
একবার পেটের ভেতর নেয়
একবার ছাড়ে...
আর পেছনে একটি সাপ তাঁকে খাওয়ার জন্য ধাওয়া করে...
মাতৃরঙ দুই
একে একে সকলের খাওয়া শেষে হাঁড়ির এইটুকু বেচে যাওয়া
ভাত নিয়ে খেতে বসে মা— ঢকঢক জল খায়!
আর ক্রমশ সংসার শব্দটির ব্যাপক বৃদ্ধি হতে হতে
মায়ের শীর্ণ দেহ আরও ক্ষীণ হয়ে আসে..!
দারুণ কবিতা
উত্তরমুছুনআহা
উত্তরমুছুনআর পেছনে একটি সাপ তাঁকে খাওয়ার জন্য ধাওয়া করে...
উত্তরমুছুনখুব বাস্তব