সিমন দ্য বোভোয়ারের চিন্তাজাগানিয়া উক্তি সংকলন
সিমন দ্যা বোভোয়ার (Simone de Beauvoir) একজন সাহিত্যিক, দার্শনিক, নারীবাদী। ফ্রান্সের আধুনিক নারীবাদী সাহিত্যের তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব। সারা বিশ্বের নারীদের সামনে আধুনিক স্বাধীনতার রূপ তিনি তুলে ধরেছেন। অস্তিত্ববাদী দর্শনকে জীবন ও চিন্তার অঙ্গিভূত করে তোলার মতো মেধাবী ছিলেন তিনি। দর্শন, নীতিশাস্ত্র, নারী স্বাধীনতা নিয়ে একাধিক বই লিখেছেন। ‘সেকেন্ড সেক্স’ বা ‘দ্বিতীয় লিঙ্গ’ তাঁর বিখ্যাত বই। ইংরেজি থেকে বাংলা ভাষায় পরিবর্তন করা নিচের চিন্তাজাগানিয়া উক্তিগুলো ‘গুডরিড্স’ ও অন্যান্য ওয়েবসাইট থেকে অনুবাদ করেছেন অনুবাদক সুশান্ত বর্মণ। যিনি সম্প্রতি থিরুক্কুরল নামে দুই হাজার বছর আগের তামিল সাহিত্য অনুবাদ করেছেন।
- যেহেতু আমাকে অসুখী করে, সেহেতু দুঃখিত হবার কোন কারণ দেখিনা।
- রাজনীতি পরিহার করাটাও একটি রাজনৈতিক অবস্থান।
- আমি অসীমকে ধারণ করতে সক্ষম নই, এমনকি সসীমকেও না, বিরতিহীন জীবনযাত্রার অভিযাত্রী হতে চাই।
- সামর্থ তখনই উদ্ভাসিত হয়, যখন তা অনুভূত হয়।
- আমার জীবন সবেগে ছুটে চলেছে, সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত; এবং তবুও জীবন এই সময়ে খুব ধীরে ক্ষয়ে যাচ্ছে। খুব ধীরে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে। প্রত্যেককে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্মৃতি মরে যায়, ক্ষতচিহ্ন শুকিয়ে যায়, সুর্য ডুবে যায়, দুর্ভোগ কেটে যায় এবং ধূসর হয়ে যায়।
- একভাবে, সাহিত্য জীবনের চাইতেও সত্য।
- প্রীতিপূর্ণ, প্রশংসিত, অপরিহার্য এবং উল্লেখযোগ্য একজন হও।
- যদি নিজেকে সঠিকভাবে বর্ণনা করতে হয় তাহলে বলতে হবে - “আমি একজন নারী”। অন্য সব বিবরণ এখান থেকে শুরু হবে। একজন পুরুষ কখনো কোন বিশেষ লিঙ্গের একজন হিসেবে নিজেকে উপস্থাপন করেনা। কারণ পুরুষরাই মানুষ, আর এটাই সাফ কথা।
- সকল নৈতিকতার স্বভাবজাত বৈশিষ্ট্য হল – মানবজীবনকে এমন একটি খেলা হিসেবে ধরা যা জিতে বা হেরে যেতে পারে; এবং এর পাশাপাশি বিজয়ের পরমার্থ মানুষকে শেখানো।
- ইতিহাসে খুব কম সংখ্যক প্রতিভাবান নারী পাওয়া যায়, কারণ সমাজ তাদের মতামত গ্রাহ্য করেনা।
- আমি যেমন, সেভাবে আমাকে কেউ গ্রহণ করবেনা, আমার নিজেকে পর্যাপ্ত ভালবাসতে হবে।
- নারীদের পারস্পরিক বোঝাপড়ার প্রকৃত কারণ হল তারা অন্যদের দেখে নিজেকে চেনে। আবার একই কারণে তারা পরস্পরের বিপক্ষে যায়।
- যখন নারীরা নারীদের মত আচরণ করে, তখন তাদেরকে অধম বলা হয়। যখন নারীরা মানুষের মত আচরণ করে তখন তাদেরকে 'পুরুষের মতো' বলে অভিযুক্ত করা হয়।
- সমাজ সেই ব্যক্তির প্রতি মনোযোগ দেয়, যে লাভজনক।
- আমি মনে করি নারীবাদ নারীদেরকে শুধুমাত্র ক্ষুব্ধ ও নালিশপ্রবণ হওয়ার মতো বিপথগামী, অসুস্থ ও বদরাগী, হতাশাবাদী হওয়া এবং স্বামী ও সন্তানদের জীবনকে বিষিয়ে তোলার চাইতে নিজেদের মধ্যে কথা বলার অনুমতি দেয়।
- শরীর কোন বিষয় নয়, এটা একটা পরিস্থিতি। এটা এই পৃথিবীতে আমাদের উপলব্ধি, আমাদের কল্পনার প্রতিরূপ।
- পুরুষদের জন্য সাজানো সমাজ নারীদের অধম বলে ছোট করে। শুধুমাত্র পুরুষদের শ্রেষ্ঠত্বকে ভেঙে ফেলার মাধ্যমে নারীদের এই হীনাবস্থা লোপ পাবে।
- নিজের সত্যিকার সামর্থকে দেখানোর অর্থ, এক অর্থে নিজের সামর্থের সীমানাকে টপকে যাওয়া, এক ধাপ বেশি আগানো।
আরেকটু প্রাঞ্জল হলে ভালো হতো৷
উত্তরমুছুনযদিও অনুবাদকে প্রাঞ্জল করে তোলা খুব কঠিন কাজ৷ কিন্তু বিন্দুর কাছে কঠিন কাজ আশা করতে বিন্দুই শিখিয়েছে৷ অনুবাদকের থিরুক্কুরাল সংগ্রহ করবো মেলায়৷ আগ্রহী হলাম৷
ভাল্লাগলো৷ কিছু আগের পড়া ছিলো আর কয়েকটা নতুন পড়লাম
উত্তরমুছুন