এক.
আকাশ নেমে এলে, ট্রেন চলে যায় ছায়াপথের লেন ধরে। টিকেট ফেরত যাত্রী তাকিয়ে আছে গোটা মহাবিশ্বের দিকে!
পায়ে করে মেঘ নিয়ে হাঁটছি! যে পথে আমার যাওয়ার কথা ছিলো। আজ সেই পথ ধরে তুমি চলে যাচ্ছো চক্রকল্প শ্বেত পাথরের দিকে। বলছো, "মাছের মৃত্যুতে বিড়ালের কী?"
দীর্ঘ রাত! দীর্ঘ কবিতা!
ভাবছি হেঁটে যাব পুরোটা। পাল্টে যাচ্ছে ল্যাম্পপোস্ট, ছায়াদীর্ঘ অন্ধকার। অন্ধকারে কোকিল গেয়ে যায়, "ওগো, প্রিয়তম মন! তুমি ছাড়া কে বা আছে মনের মতোন? "
তুমি এখনো আমাকে স্বপ্নচুরির ভয় দেখাও। আমি বোধের বালিশে কান পেতে চুপচাপ ঘুমিয়ে পড়ি।
দুই.
শামীম সৈকত-এর কবিতা ‘বোধঘুম’
ভোরের অস্পষ্ট প্রতিশ্রুতিতে ফুটে আছে জবা অথবা পাখির লোম বেঁয়ে যে শহর কুয়াশার পাখনায় ঢাকা পড়ে, আমি তার চারলেন ধরে হাঁটতে চেয়েছিলাম হেরে যাওয়া ভাঙা নীড়ের ভেতর। যেখানে ঘুম যায় আমার ডিম চোখ সেখানে উষ্ণতাবিহীন দিনের স্বচ্ছ আলোয় স্বপ্নগুলো আর পাখি হয়ে ওঠে না!
নিজে বাঁচার জন্য তোমাকে আঁকরে ধরেছিলাম। ভুলে গ্যাছি তুমি ক্রমশ ডুবে যাচ্ছ! ডুবে যাচ্ছ!
বিন্দু লিটলম্যাগ bindumag.com
তিন.
শোকাহত মানুষ ভুল স্বপ্নে জেগে উঠে আবার অন্ধকারে ঘুম খুঁজবে! শান্তিপ্রিয় অন্ধকার, জড়িয়ে থাকো পৃষ্ঠাজুড়ে। প্রচ্ছদে ছেয়ে যাক শব্দের ঘোর শিরোনামের ব্যালট। আমাদের নির্বাচন সচেতন মস্তিষ্ক খুঁজে যাবে, ভেতরের সংবাদ।
চার.
বিন্দু লিটলম্যাগ bindumag.com
নিস্পৃহ মুখের দিকে বেঁকে যাচ্ছে অজস্র সম্ভবত মুখ। না, বললে দূরে চলে যাবে বিলুপ্ত প্রজাতির রঙিন ফানুস। আরেকবার আসলে সঙ্গে রাগ নিয়ে এসো। আমারা ভাগাভাগি করে নেবো সরলতার চাদর।
পাঁচ.
বিন্দু লিটলম্যাগ bindumag.com
সুতোয় বাঁধানো অক্ষর দড়ি, বোধবাক্যে সাজানো ফাঁসির মঞ্চ কবিতার!
এসো হে সারল্য, ঝুলে পড়ি মহাজাগতিক শূণ্যে।
ছয়.
বিন্দু লিটলম্যাগ bindumag.com
অথচ শৈশব কৌটোয় চুরি হয়ে গেছে স্বপ্নের ক্রিম।
বিন্দু লিটলম্যাগ bindumag.com
সুন্দর কবিতা
উত্তরমুছুন