কবি, কথাসাহিত্যিক, লিটলম্যাগ সম্পাদকের মুখোমুখি হবার বিশেষ বিভাগ ‘দশকথা’। দশটি প্রশ্ন বনাম দশটি উত্তর। আপাতভাবে সংক্ষিপ্ত এই সাক্ষাৎকার সিরিজ আশা করি পাঠকের ভালো লাগবে। আজ এই বিভাগে বিন্দুর মুখোমুখি হলেন কবি সারাজাত সৌম।
১। আপনার প্রথম লেখা কবে এবং কীভাবে?
সারাজাত সৌম: কবে থেকে লিখছি বা লেখার অভ্যাস হয়েছে তার সঠিক সময় আমি বলতে পরবো না, মনেও নেই। সেটা মনে করতেও চাই না। তবে এটা মনে হয় যে, যখন থেকে জীবন নিয়ে আমি নানা ধরণের জিজ্ঞাসা বা চিন্তার শুরু করেছিলাম (নিজের কাছে) তখন থেকেই লেখার শুরু।
২। কবিতা আপনার কাছে কী?
সারাজাত সৌম: ভাবনাই আমার কাছে কবিতা। তা যেরকম ভাবনাই হোক। কবিতা নিয়ে আমার আলাদা কোনো চিন্তা এমনকি কোনো আডিয়াও নেই। তবে আমি আমার মনকে সবচেয়ে প্রাধান্য দেই লেখার ক্ষেত্রে। কেননা ‘আমি আমার মন দ্বারা প্রভাবিত’। যখন যা মন চায় তাই লিখতে চেষ্টা করি আর কিছু না।
৩। কবিতা মানুষকে কী দিতে পারে?
সারাজাত সৌম: কিছুই দিতে পারে না কবিতা, যতক্ষণ না সে এক মানুষের আত্মা থেকে উৎসারিত হয়ে আবার অন্য আরেকটা মানুষের আত্মায় মিশে যায়।
৪। আপনার কবিতা লেখার পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি। ভাবনা থেকে সৃজন পর্যায়ে নিয়ে যেতে কী করেন?
সারাজাত সৌম: আমার নিজেস্ব কেনো পদ্ধতি নেই। আমি আমার মনের বাইরে কিছুই করি না। বস্তুত ‘আমি আমার মন দ্বারা প্রভাবিত’।
৫। আপনার লেখার অনুপ্রেরণা কে বা কারা?
সারাজাত সৌম: কেউই না আবার হতে পারে সকল সাধারণ মানুষ থেকে শুরু করে পথের একটি বালিকণা পর্যন্তও আমাকে লেখার (যদি সেটা আমার মনে ধরে) অনুপ্রেরণা দিতে পারে।
৬। আপনার উত্থান সময়ের গল্প বলুন। সে সময়ের বন্ধু, শত্রু, নিন্দুক, সমালোচক— এসব কীভাবে সামলেছিলেন?
সারাজাত সৌম: আমি তো উত্থান পতন নিয়ে ভাবিত না। সুতরাং সেখানে তো আমার বন্ধু, শত্রু, নিন্দুক, সমালোচক এগুলো সামলে চলার প্রশ্নই আসে না।
৭। সাহিত্য দিয়ে কেউ দুর্নীতি প্রতিরোধ করতে চায়, কেউ স্বৈরাচারের পতন ঘটাতে চায়, কেউ সন্ত্রাস–মৌলবাদ ঠেকাতে চায়, আরো নানাকিছু করতে চায়। আপনি কী করতে চান?
সারাজাত সৌম: এগুলো আমি কিছুই করতে চাই না। আমি অবাধে ভালোবাসতে চাই আর (মানুষের) আমার আত্মার পরিশুদ্ধতা কামনা করি।
৮। যে জীবন আপনি এত বছর যাপন করলেন, তা আপনাকে আলটিমেটলি কী শিক্ষা দিলো?
সারাজাত সৌম: এই পৃথিবীতে জীবন ছোট্ট একটি বালিকণা মতো। তার শরীরের উপর আলো পড়লেই সে ঝিলমিল করে উঠে আবার আলো না পড়লে কিছুই না (অন্ধকার)।
৯। করোনা তথা মহামারী আপনার লেখালিখিতে কোনো প্রভাব রেখেছে কি?
সারাজাত সৌম: আমি সে সময়ে কিছুই লিখি নি এমনকি লিখতে চাইনি/পারিও নি। আমি তখন শুধু চারদিকে তাকিয়ে মানুষ দেখেছি আর ভেবেছি, আমরা কোথায় আছি আর কোথায় যাবো।
১০। পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন?
সারাজাত সৌম: কিছুই বলবো না। কারণ যতো উপদেশ যতো জিজ্ঞাসা আর যতো প্রবোধ সবকিছুই আমার নিজের কাছে। পাঠক তো কেবল হঠাৎ হঠাৎ বিদ্যুতের মতো চমকায়।
সংক্ষিপ্ত পরিচিতি: সারাজাত সৌম ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল বাঙলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।
প্রকাশিত বই: ১। নুর নুর বলে চমকায় পাখি (২০২০)
২। একাই হাঁটছি পাগল, দ্বিতীয় সংস্করণ (২০২১)
সম্পাদনা: ঘুঘু (যৌথ)
আত্মার পরিশুদ্ধতা কামনা করা ভালো লাগলো৷ কবির বই পড়িনি কখনো৷ কবিতাও পড়িনি৷ পড়তে চাই৷
উত্তরমুছুনবই : নুর নুর বলে চমকায় পাখি (২০২০)
মুছুন.
বই : একাই হাঁটছি পাগল (দ্বিতীয় সংস্করণ-২০২১)
প্রকাশনী : বেহুলাবাংলা প্রকাশন
(স্টল নং : ৫২১-৫২৩)
বই : নুর নুর বলে চমকায় পাখি (২০২০)
উত্তরমুছুন.
বই : একাই হাঁটছি পাগল (দ্বিতীয় সংস্করণ-২০২১)
প্রকাশনী : বেহুলাবাংলা প্রকাশন
(স্টল নং : ৫২১-৫২৩)